দেশের বৃহত্তম চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। প্রতি বছর নতুন মুখ নিয়ে হাজির হয় প্রতিষ্ঠানটি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। নতুন নায়ক খুঁজছে জাজ মাল্টিমিডিয়া।
রোববার (১৭ এপ্রিল) জাজ মাল্টিমিডিয়ায় অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আচ্ছা নায়ক মানেই কি সুন্দর চেহারার কেউ? তা কেন হবে? আমরা সবাই তো আমাদের জীবনের নায়ক। আর আমরা সবাই কি লম্বা, ফর্সা/শ্যমলা, সুন্দর দেহের অধিকারী? না। আমদের মাঝে অনেকেই লম্বা না, ফর্সা না এমন কি চেহারাও ভালো না। জাজ এমনই এক নায়ক খুঁজছে, দেখতে সুন্দর হওয়ার বাধ্যবাধকতা নেই।”
জাজ প্রযোজিত ও সৈকত নাসির পরিচালিত “বারুদ” সিনেমার জন্য এক নতুন মুখ খুঁজছি। কেমন নায়ক খুঁজছি তা নিন্মে দেওয়া হলো।
বয়সঃ ২০ - ২৫ বছর
উচ্চতাঃ ৫’৬” - ৫’৯”
গায়ের রংঃ কালো বা শ্যামলা (ফর্সা চলবে না)
শিক্ষাগত যোগ্যতাঃ নিন্মে উচ্চ মাধ্যমিক ।
অভিনয়েঃ অবশ্যই অভিনয়ে পারদর্শী হতে হবে ।
‘বারুদ’ সিনেমার সম্পূর্ণ গল্প এই নায়কের উপর ভিত্তি করে। সাথে থাকবে দুই নায়িকা। একটি নতুন ও ব্যতিক্রম ধর্মী গল্প ‘বারুদ’।
‘বারুদ’র কাহিনী সংলাপ ও চিত্রনাট্য করেছে জাজ ক্রিয়েটিভ টিম।
জাজ ক্রিয়েটিভ টিম গত দুই বছরে অনেক গুলি মৌলিক গল্প তৈরি করেছে যেমন, পাপ, মোনা, বারুদ, রাস্তা সহ আরও ২০টি গল্প। সবগুলো গল্পই নতুন ও ভিন্ন ধরেনের। যা কেউ আগ দেখে নাই, আগ কেউ শুনে নাই, এমনকি এমন কিছু কেউ চিন্তাও করে নাই।
যাই হক, আপনি যদি নিজেকে ভালো অভিনেতা মনে করেন এবং ওপরের উল্লেখিত বর্ণনার মত হন, তাহলে আবেদন করুন thehero.jaaz@gmail.com এই ইমেইল আইডিতে।
আবেদনের সাথে যা সংযুক্তি করতে হবে
১। ৩ কপি ছবি
২। ফেসবুকের লিঙ্ক ।
৩। বয়স
৪। উচ্চতা
৫। গায়ের রং
৬। শিক্ষাগত যোগ্যতা
৭। ফোন নাম্বার
দেখা যাক, কে হবে বাংলার প্রথম নন গ্লামার হিরো !!!