দুই বছর পর ‘ব্রাউন’ নিয়ে ফিরছেন কারিশমা

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 20:36:08

দীর্ঘদিন ধরেই রূপালি পর্দার আড়ালে রয়েছেন কারিশমা কাপুর। সবশেষ ২০২০ সালে ‘মেন্টালহুড’ নামের একটি ওয়েব সিরিজে দেখা গিয়েছিলো তাকে। এই সিরিজের মধ্য দিয়েই ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয়েছিলো তার।

‘মেন্টালহুডে’র মুক্তি পর কেটে গেছে দুটি বছর। এবার নিজের আসন্ন ছবির ঘোষণা দিলেন বলিউডের এই অভিনেত্রী। ‘ব্রাউন’ নামের একটি ছবির শুটিং শুরু করেছেন তিনি।


ক্ল্যাপারবোর্ড হাতে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে কারিশমা লিখেছেন, “নতুন শুরু ‘ব্রাউন।” এই সিরিজ পরিচালনার দায়িত্বে আছেন পরিচালক অভিনয় দেও।

অভীক বড়ুয়ার লেখা বই ‘সিটি অব ডেথ’-এর উপর নির্ভর করে তৈরি হবে ক্রাইম ড্রামা ‘ব্রাউন।’


বোনের নতুন প্রোজেক্ট শুরু হওয়ায় শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন কারিনা কাপুর খান।

দীর্ঘদিন পর কারিশমাকে পর্দায় কামব্যাক করতে দেখে শুভেচ্ছা জানিয়েছেন অমৃতা আরোরা, সাবা আলি খান, সঞ্জয় কাপুরসহ অন্যান্য তারকারা।

এ সম্পর্কিত আরও খবর