আগামী আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’। ছবিটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে তাই আপাতত কিছুটা বিরতিতে আছেন বলিউডের এই অভিনেতা।
ফাঁকা সময় হাতে থাকায় ভক্তদের এ বছর ভক্তদের সঙ্গে বৈশাখ উদযাপন করেছেন আমির খান। বাড়িতে নিমন্ত্রণ জানিয়ে নিজ হাতে হালুয়া রান্না করে খাইয়েছেন তাদের।
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রুহি দোস্তানি। সেই সঙ্গে আমির খানে অন্ধ ভক্ত তিনি। শুধু রুহি নয়, তার পরিবারের সদস্যরাও আমিরের বিশাল ফ্যান। আর বৈশাখে তাদেরই নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।
আর প্রিয় তারকার ডাকে পরিবারকে সঙ্গে নিয়ে আমিরের সঙ্গে সময় কাটাতে এবং নতুন বছর উদযাপনের জন্য সুদূর কানাডা থেকে উড়ে এসেছিলেন রুহি।
আমিরের সঙ্গে বৈশাখের উদযাপনের একগুচ্ছ ভিডিও এবং ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রুহি।
অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’ ছবিটি টম হ্যাঙ্কস অভিনীত ১৯৯৪ সালের ছবি ‘ফরেস্ট গাম্পে’র রিমেক। ১১ অগস্ট সিনেমাহলে মুক্তি পাবে এই ছবি। এতে আমিরের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুর খানকে।