কাজল-গৌতমের ছেলের নাম নীল

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 14:16:29

অপেক্ষার অবসান ঘটলো। নতুন অতিথিকে স্বাগত জানিয়েছেন কাজল আগারওয়াল। মঙ্গলবার (১৯ এপ্রিল) ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

ইতিমধ্যে ছেলের নামটিও ঠিক করে ফেলেছেন কাজল আগারওয়াল ও গৌতম কিচলু।


সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে ভাগিনার নাম ঘোষণা করেছেন কাজলের বোন নিশা আগারওয়াল।

কাজল আগারওয়াল ও গৌতম কিচলু তাদের পুত্র সন্তানের নাম রেখেছেন নীল কিচলু।


২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হন কাজল এবং গৌতম। পরে চলতি বছরের জানুয়ারি মাসে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন কাজল।

শিগগিরই কাজলকে চিরঞ্জীবী এবং রামচরণ অভিনীত 'আচার্য'তে দেখা যাবে। ২৯ এপ্রিল সিনেমাহলে মুক্তি পাবে ছবিটি।

এ সম্পর্কিত আরও খবর