কামব্যাক করছেন মান্দাকিনী

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 07:13:22

১৯৮৫ সালে মুক্তি পাওয়া ‘রাম তেরি গঙ্গা মেইলি’ ছবির কথা ক’জন বলিউড-প্রেমী ভুলতে পেরেছেন? আশির দশকে মুক্তিপ্রাপ্ত ছবিটি সুপার-ডুপার হিট হয়েছিলো। এতে অভিনয়ের সুবাদে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী মন্দাকিনী।


‘রাম তেরি গঙ্গা মেইলি’ পর মন্দাকিনী আরও বেশ কিছু হিট ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন। কিন্তু ১৯৯৬ সালে বলিউড থেকে পুরোপুরি দূরে চলে যান বলিউডের এই অভিনেত্রী। অভিনয়ের জগত থেকে সরে গিয়ে তিনি সংসারে মন দিয়েছিলেন।

চমকপ্রদ তথ্য হলো- শিগগিরই পর্দায় কামব্যাক করতে যাচ্ছেন মান্দাকিনী। তবে তিনি একা নন, তার সঙ্গে নিয়ে আসছেন ছেলে রাব্বিল ঠাকুরকেও।

ছেলে রাব্বিলের সঙ্গে মান্দাকিনী

একটি মিউজিক ভিডিওর মাধ্যমে একসঙ্গে হাজির হতে যাচ্ছেন মান্দাকিনী ও তার ছেলে রাব্বিল। গানটির শিরোনাম ‘মা ও মা’। মা এবং ছেলের গল্প বলা হয়েছে সাজন আগারওয়াল পরিচালিত মিউজিক ভিডিওটিতে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, মান্দাকিনী বর্তমানে যোগাসনের স্কুল চালান। তিব্বতি পদ্ধতির যোগাসন শেখানো হয় সেই স্কুলে।


 

এ সম্পর্কিত আরও খবর