‘কেজিএফ: চ্যাপ্টার ১’ সিনেমার মুক্তির পর থেকেই জনপ্রিয়তা পেয়েছেন যশ। সেই খ্যাতি আরও বেড়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’র মুক্তির পর। ইতিমধ্যে সারা বিশ্বব্যাপী হাজার কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি।
সেই জনপ্রিয়তার সুবাদেই একের পর এক কাজের প্রস্তাব পাচ্ছেন যশ। এরই ধারাবাহিকতায় একটি পান মসলার বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিলো যশকে। যার জন্য কোটি রুপি পারিশ্রমিকও দেওয়া হতো দক্ষিণের এই তারকাকে। কিন্তু তারপরও সেই প্রস্তাবটি ফিরিয়ে দিলেন তিনি।
নিজের অনুরাগীদের কথা মাথায় রেখেই পান মসলার বিজ্ঞাপনে না করেছেন যশ। অভিনেতার টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, যে পণ্য মানুষের ক্ষতি করে, সেই পণ্যের বিজ্ঞাপন কোটি কোটি টাকার অফার পেলেও করবেন না যশ। অভিনেতা অনেক মানুষের আইকন। তাদের কোনওভাবেই ভুল বার্তা দিতে চান না।
যশের আগে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন না করার সিদ্ধান্ত নেন দক্ষিণের আরেক তারকা আল্লু অর্জুনও।
তাছাড়া কিছুদিন আগেই পান মসলার বিজ্ঞাপন করার জন্য সমালোচিত হয়েছিলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। ট্রোলের মুখে পড়ে ক্ষমা চান অভিনেতা। বিবৃতি দিয়ে জানান, আর কোনওদিন পান মসলার বিজ্ঞাপন করবেন না। অবশ্য অক্ষয়ের সঙ্গে চুক্তি শেষ না হওয়া পর্যন্ত তার অভিনয় করা বিজ্ঞাপনটি চলতে থাকবে।