অভিনেত্রী সোহিনী সরকার ও রণজয় বিষ্ণুর বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই টলিপাড়ায় ফের সম্পর্ক ভাঙার গুঞ্জন। টলি পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে তারকা জুটি বনি ও কৌশানির মনোমালিন্যের খবর।
দীর্ঘ ৭ বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন বনি ও কৌশানি।কিন্তু এই জুটির মধ্যে নাকি বেশ কিছুদিন ধরে কথাবার্তা বন্ধ। এ বিষয়ে এক সংবাদমাধ্যমে কৌশানি জানিয়েছেন, তিনি আপাতত কয়েকটা দিন একা থাকতে চান।
অভিনেত্রীর মতে, সম্পর্কে মতের অমিল থাকলে কিছুদিন দূরত্ব বজায় রাখা উচিত। আর একা থাকা উচিত। যাতে নিজেকে চেনা যায়।
অন্যদিকে বনি জানান, শুটিংয়ের ব্যস্ততার কারণে সময় দিতে পারেননি বলে কৌশানি রেগে রয়েছেন। সময় সমস্ত কিছু ঠিক করে দেবে বলেই আশা টলিউডের এই অভিনেতার।
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবিতেই জুটি বাঁধের বনি ও কৌশানি। তারপর থেকে একাধিক জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে দু’জনকে। দুই তারকার পরিবারের মধ্যেও সম্পর্ক বেশ ভাল।