কানের লালগালিচায় হাঁটতে মুম্বাই ছাড়লেন ঐশ্বরিয়া

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 07:57:52

করোনাভাইরাস মহামারির কারণে গত দু’বছর কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটতে দেখা যায়নি ঐশ্বরিয়া রাই বচ্চনকে। তবে এ বছর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় উৎসবটির ৭৫তম আসরের লালগালিচায় ফের একবার নিজের দ্যুতি ছড়াবেন অ্যাশ।

৭৫তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটার জন্য এরইমধ্যে মুম্বাই ছেড়েছেন সাবেক এই বিশ্ব সুন্দরী। এবারও বলিউডের এই অভিনেত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার স্বামী অভিষেক বচ্চন ও একমাত্র মেয়ে আরাধ্য বচ্চন।


সোমবার (১৬মে) মেয়ে আরাধ্য বচ্চনকে নিয়ে ‍মুম্বাই ছেড়েছেন অ্যাশ। বরাবরের মতো মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাকে এদিন বিমানবন্দরে লেন্সবন্দি হন অ্য়াশ। আরাধ্যর পরনে ছিলো গোলাপি রঙের আউটফিট। নীল রঙের হুডি এবং ডেনিম জিনসে ধরা দেন অভিষেক বচ্চন।

বিমানবন্দরে প্রবেশের আগে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে স্বামী সন্তানকে নিয়ে পোজ দিয়ে ছবিও তোলেন ঐশ্বরিয়া।

জানা গেছে- নিসের ভারতীয় প্যাভিলিয়নে থাকবেন ঐশ্বরিয়া রাই বচ্চন।


শুধু ঐশ্বরিয়া রাই বচ্চন নয়, ইতিমধ্যে কান শহরে পৌঁছেছেন অীভনেত্রী দীপিকা পাড়ুকোন ও হীনা খান।

২০১৮ সালে শেষবার রূপালি পর্দায় দেখা গিয়েছিল ঐশ্বরিয়াকে। শিগগিরই মনি রত্নমের তামিল ছবি, ‘পুণ্যিয়ানি সেলভান’ দিয়ে পর্দায় কামব্যাক করছেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর