ভারতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে কংগ্রেস নেতা এবং পাঞ্জাবি গায়ক সিধু মুস ওয়ালাকে!
রোববার (২৯ মে) মানসা জেলায় গুলি করে হত্যার ঘটনাটি ঘটে। গুলিতে আহত হয়েছেন আরও দুইজন।
পাঞ্জাব সরকার মুস ওয়ালাসহ ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহার করার একদিন পরেই এই ঘটনাটি ঘটেছে।
ভিআইপি সংস্কৃতিকে দমন করার উদ্দেশ্যে ভগবন্ত মান সরকারের প্রশাসনিক বিধির অংশ হিসাবেই নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছিল।
মুস ওয়ালা এবং তাঁর দুই বন্ধু গাড়ি চালিয়ে পাঞ্জাবের মানসাতে তাঁদের গ্রামে যাওয়ার সময় এই হামলার ঘটনাটি ঘটে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, গায়ক, গীতিকার, র্যাপার এবং অভিনেতা শুভদীপ সিং সিধু মানুষের কাছে সিধু মুসে ওয়ালা নামে পরিচিত। তার নামে নানা বিতর্ক রয়েছে।
সিধুর বিরুদ্ধে হিংসাত্মক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগ ছিল। এর আগে তার নিজের গান ‘সঞ্জু’তে তিনি সন্ত্রাসবাদের প্রচার করেছেন বলে অভিযোগ উঠে।