মিউজিশিয়ান হিসেবে সাকী ব্যানার্জি কলকাতার পরিচিত মুখ। গান লেখা, সুর করা কিংবা গাওয়া, তিনটাতেই সমান পারদর্শী তিনি। কলকাতার ক্যাকটাস ব্যান্ডের সাথে ছিলেন অনেকটা সময় । বর্তমানে বাংলাদেশে থাকেন তিনি। এখানে নতুন ব্যান্ড গড়েছেন । নাম 'ব্রহ্মপুত্র বাংলাদেশ' । ব্যান্ডটাও বাংলাদেশের । দুই দেশের নাগরিক হিসেবে সাকী নিয়মিত কাজ করে যাচ্ছেন ।
জানালেন খুব শিগগিরই নতুন ব্যান্ডের নতুন অ্যালবাম নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। অ্যালবামের নাম পাগলা গারদ' ।
সাকী ব্যানার্জি বলেন, 'ব্রহ্মপুত্র বাংলাদেশ'-এর নতুন অ্যালবাম সামনে আসবে । নাম রাখা হয়েছে ‘পাগলা গারদ’ । নতুন এই অ্যালবামে ৬টি গান থাকবে। আগামী ২০ আগস্ট অ্যালবামের নতুন গান নিয়ে হাজির হচ্ছি। ব্যান্ড প্রকাশের আট মাসের ভেতর আমাদের ব্যান্ড ৪টা গান প্রকাশ করে। ইউটিউবে গানগুলো শ্রোতারা শুনছেন এবং দেখছেন। নতুন অ্যালবাম পাগলা গারদে সব ধরনের গান থাকবে। একটি একটি করে গান ইউটিউবে রিলিজ করা হবে । ইউসুফ সাকী ব্যানার্জী, সৈয়দ রেজা আলী, সাইমুল রিয়াদ, অপূর্ব জাহাঙ্গীর ছাড়াও ক্যাকটাস ব্যান্ডের এক্স-কি বোর্ডিস্ট বুটি বাংলা পপ ব্যানার্জি গেস্ট হিসেবে নতুন অ্যালবামে কাজ করেছেন। আশা করি, সকলে নতুন অ্যালবামের গান পছন্দ করবেন।
এবার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস থেকে ডাক পান সাকী ব্যানার্জী । কলকাতার ড্রাকুলা স্যারের ‘আবার জন্ম নিব’ গানের গীতিকবি হিসেবে নমিনেশন পান তিনি।