কিসের শুটিং করছেন শাহরুখকন্যা?

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-28 20:49:42

বলিউড কিং শাহরুখ খানের মেয়ে সুহানা খান। রূপের জাদু দেখিয়ে অনেক অগেই জয় করে নিয়েছে ভক্তদের মন। এখন সকলেই অপেক্ষায় রয়েছে তার বলিউড অভিষেকের।

সুহানা খান কী অভিনয় করবেন? বহুবার এ প্রশ্নের মুখোমুখি হয়েছেন বাবা শাহরুখ খানও। প্রতিবারই তিনি জোর দিয়েছেন মেয়ের পড়াশোনার ওপর। জোর দিয়েছেন মেয়ের পছন্দের ওপর।

কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সুহানার কয়েকটি স্থিরচিত্র। যেখানে ক্যামেরার সামনে দেখা গেছে শাহরুখকন্যাকে।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, একটি গাড়ির ভেতর বসে রয়েছেন সুহানা। তার পাশেই বসা এক তরুণ। এসময় সুহানার পরণে ছিলো- জিন্স ও ফুল হাতার টপস। তবে এগুলো কোনো ছবিতে অভিনয়ের দৃশ্য নাকি ফটোশুটের সেটি এখনও জানা যায়নি।

কয়েকদিন আগেই লন্ডনে একটি নাটকে জুলিয়েটের ভূমিকায় অভিনয় করেছেন সুহানা। ‘জিরো’ছবির প্রচারণা সামলে একদিনের জন্য সেটি দেখতেও গিয়েছিলেন বাবা শাহরুখ খান। মেয়ের অভিনয় দেখার পর তার প্রশংসাও করেন বলিউড কিং।

এর আগেও দিল্লিতে সুহানার মঞ্চ পারফরম্যান্স দেখে প্রশংসা করেছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি।

এখানেই শেষ নয়, ভারতের জনপ্রিয় ম্যাগাজিন ভোগের ফটোশুটেও অংশ নিয়েছেন সুহানা খান।

এ সম্পর্কিত আরও খবর