ব্যবসাসফল ১০ ছবি আর বিতর্কিত-আলোচিত ঘটনা

সিনেমা, বিনোদন

বৃষ্টি শেখ খাদিজা, নিউজরুম এডিটর | 2023-08-30 17:31:29

বলিউডে মিটু হ্যাশট্যাগ আন্দোলনের জন্য ২০১৮ সাল ছিল সবচেয়ে আলোচিত। নানা পাটেকারের বিরুদ্ধে তনুশ্রী দত্ত প্রথম যৌন হেনস্তার অভিযোগ তোলেন। এরপর একে একে মুখ খোলেন অনেকে। অভিযুক্তদের তালিকায় আছে বিকাশ বল, সাজিদ খান, আনু মালিক, অলোক নাথসহ অনেকে।

সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবত’ মুক্তি পেলে দীপিকা পাড়ুকোনের নাক কেটে নেওয়ার হুমকি দেয় কারনি সেনা। এ কারণে ভারতের সবখানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ছবিটি মুক্তি পায়।

শ্রীদেবীর আকস্মিক বিদায়ে শোকে মুহ্যমান হয়ে পড়ে বলিউড। দুবাইয়ে পারিবারিক বিয়ের জন্য গিয়ে হোটেলের বাথটাবে ডুবে মৃত্যু হয় তার। ইরফান খানের অসুস্থতা ও সোনালি বেন্দ্রের ক্যান্সারে আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন ছিল বলিউড।

সালমান খানের ‘ভারত’ ছবি থেকে প্রিয়াঙ্কা চোপড়ার সরে দাঁড়ানো তুমুল আলোচনা সৃষ্টি করে। অর্জুন রামপাল ও মেহের জেসিয়ার ২০ বছরের দাম্পত্য জীবনের ইতি হওয়ার খবরে হতবাক হয়েছেন অনেকে।

বিখ্যাত আরকে স্টুডিও বিক্রির সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন রাজ কাপুরের দুই ছেলে রণধীর কাপুর ও ঋষি কাপুর। নাসিরুদ্দিন শাহকে ভারতের একজন রাজনীতিবিদ করাচি পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়ায় সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার আতঙ্কে আছেন তিনি।

সবচেয়ে ব্যবসাসফল ১০ ছবি
* সঞ্জু (৩৪১ কোটি ২২ লাখ রুপি)
* পদ্মাবত (৩০০ কোটি রুপি)
* টু পয়েন্ট জিরো (১৮৮ কোটি রুপি)
* রেস থ্রি (১৬৯ কোটি রুপি)
* বাঘি টু (১৬৫ কোটি রুপি)
* থাগস অব হিন্দোস্তান (১৪৫ কোটি ২৯ লাখ রুপি)
* বাধাই হো (১৩৬ কোটি ৮০ লাখ রুপি)
* স্ত্রী (১২৯ কোটি ২১ লাখ রুপি)
* রাজি (১২৩ কোটি ১৭ লাখ রুপি)
* সনু কে টিটু কি সুইটি (১০৮ কোটি ৭১ লাখ রুপি)

অপ্রত্যাশিত সাফল্য
অন্ধধুন, বাধাই হো, স্ত্রী, রাজি, সত্যমেভ জয়তে, বীরে ডি ওয়েডিং, পরমাণু: দ্য স্টোরি অব পোখরান, হিচকি, রেইড, সনু কে টিটু কি সুইটি।

প্রশংসিত
গোল্ড, সুঁই ধাগা: মেড ইন ইন্ডিয়া, সুরমা, কারওয়ান, মূল্ক, হান্ড্রেড টু নটআউট, কালাকান্দি, মুক্কেবাজ, পরী, অক্টোবর।

ফ্লপ
থাগস অব হিন্দোস্তান, জিরো, ভাইয়াজি সুপারহিট, হেলিকপ্টার ইলা, লাভযাত্রী, পটাখা, বাট্টি গুল মিটার চালু, মনমার্জিয়া, পল্টন, ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে, হ্যাপি ফির ভাগ জায়েগি, ফান্নে খান, সাহেব বিবি অউর গ্যাংস্টার থ্রি, ভবেশ জোশি সুপারহিরো, জিনিয়াস, নমস্তে ইংল্যান্ড, আইয়ারি, ব্ল্যাকমেইল, হেট স্টোরি ফোর, ১৯২১।

গুগল সার্চে শীর্ষ ১০ ছবি
টু পয়েন্ট জিরো, বাঘি টু, রেস থ্রি, অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার, টাইগার জিন্দা হ্যায়, সঞ্জু, পদ্মাবত, ব্ল্যাক প্যান্থার, ধাড়াক, ডেডপুল টু।

অভিষেক
জানভি কাপুর (ধাড়াক), সারা আলি খান (কেদারনাথ, সিম্বা), মৌনি রয় (গোল্ড), ঈশান খাত্তার (বিয়ন্ড দ্য ক্লাউডস, ধাড়াক), আয়ুশ শর্মা ও ওয়ারিনা হুসেন (লাভযাত্রী), রোহান মেহরা (বাজার), উৎকর্ষ চৌহান (জিনিয়াস), আয়শা শর্মা (সত্যমেভ জয়তে), বানিতা সান্ধু (অক্টোবর), জাসসি গিল (হ্যাপি ফির ভাগ জায়েগি), রাধিকা মদন (পটাখা), লাভ সোনিয়া (ম্রুনাল ঠাকুর), মিথিলা পালকার (কারওয়ান), দুলকার সালমান (কারওয়ান)।

বিয়ে
প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস (১ ও ২ ডিসেম্বর), দীপিকা পাড়ুকোন-রণবীর সিং (১৪ ও ১৫ নভেম্বর), সোনম কাপুর-আনন্দ আহুজা (৮ মে), নেহা ধুপিয়া-অঙ্গদ বেদি (১০ মে), কপিল শর্মা-গিন্নি ছাত্রাত (১৩ ডিসেম্বর), ইশা আম্বানি-আনন্দ পিরামল (১২ ডিসেম্বর), সায়না নেহওয়াল-পারুপালি কাশ্যাপ (১৫ ডিসেম্বর), মিলিন্দ সোমন-অঙ্কিতা কোনওয়ার (২২ এপ্রিল), শ্বেতা বসু প্রসাদ-রোহিত মিত্তাল (১৩ ডিসেম্বর), শ্রিয়া স্মরণ-আন্দ্রেই কোশিভ (১২ মার্চ), মহাক্ষয় চক্রবর্তী-মাদালসা শর্মা (১০ জুলাই), হিমেশ রেশমিয়া-সোনিয়া কাপুর (১১ মে), অঙ্কিত তিওয়ারি-পল্লবী শুক্লা (২৩ ফেব্রুয়ারি), দীনেশ বিজন-প্রমিতা তানওয়ার (১৩ নভেম্বর), দীপিকা কাকার-শোয়েব ইব্রাহিম (ফেব্রুয়ারি), রঘু রাম-নাটালি ডি লুচ্চিও (১২ ডিসেম্বর), রোচেল রাও-কিথ সেকিরা (৫ মার্চ), যুবিকা চৌধুরী-প্রিন্স নারুলা (অক্টোবর), সুমিত বিয়াস-একতা কৌল (১৫ সেপ্টেম্বর), রুবিনা দিলায়েক-অভিনব শুক্লা (২১ জুন), গৌরব চোপড়া-হিতিশা (ফেব্রুয়ারি), গৌতম রোডে-পাংখুড়ি আওয়াস্তি (ফেব্রুয়ারি)।

আলোচিত প্রেম
রণবীর কাপুর-আলিয়া ভাট, মালাইকা অরোরা-অর্জুন কাপুর, আরবাজ খান-জিওর্জিয়া আন্ড্রিয়ানি, ফারহান আখতার-শিবানি দান্ডেকার, অর্জুন রামপাল-গ্যাব্রিয়েল দেমেত্রিয়াদস, আলি ফজল-রিচা চাড্ডা, কিম শর্মা-হর্ষবর্ধন রানে।

বাবা-মা
অভিষেক কাপুর-প্রাগেয়া (শমসের), সানি লিওন-ড্যানিয়েল ওয়েবার (আসের সিং ওয়েবার ও নোয়াহ সিং ওয়েবার), শহিদ কাপুর-মীরা রাজপুত (জাইন কাপুর), নেহা ধুপিয়া-অঙ্গদ বেদি (মেহের ধুপিয়া বেদি), শ্রেয়াস তালপাড়ে-দীপ্তি (আদিয়া), গুল পানাং-ঋষি আট্টারি (নিহাল), সুনিধি চৌহান-রিতেশ সোনিক (ত্যাগ)।

মৃত্যু
অভিনেত্রী শ্রীদেবী (২৪ ফেব্রুয়ারি), অভিনেত্রী সুজাতা কুমার (১৯ আগস্ট), টিভি সিরিয়ালের অভিনেতা নরেন্দ্র ঝা (১৪ মার্চ), নার্গিস রাবাদি শাম্মী (৬ মার্চ), রিতা ভাদুড়ি (১৭ জুলাই), শ্রীবল্লভ বিয়াস (৭ জানুয়ারি), কৃষ্ণা রাজ কাপুর (১ অক্টোবর), কল্পনা লাজমি (২৩ সেপ্টেম্বর), গীতা কাপুর (২৬ মে), আভা মুখার্জি (১৫ জানুয়ারি), কবি কুমার আজাদ (৯ জুলাই), গায়ক মোহাম্মদ আজিজ (২৭ নভেম্বর), পাকিস্তানি গায়িকা-অভিনেত্রী রেশমা (৩১ জুলাই)।

এ সম্পর্কিত আরও খবর