‘উনপুরুষ’ নাটকটি নিয়ে জানতে চাই...
অপু মেহেদীর লেখা ‘উনপুরুষ’ নাটকটি আমার নির্দেশনায় প্রথম পূর্ণাঙ্গ নাটক। এটি ‘নবরস’ নামের নতুন একটি দলের প্রথম প্রযোজনা। অধিকাংশ নবীন শিল্পীদের নিয়েই কাজটি করেছি। এই নাটকটিতে সমকামী এবং বাই সেক্সুয়াল মানুষের কথা রয়েছে। নাটকটির স্ক্রিপ্ট যখন আমার হাতে আসে তখন আমার আশেপাশের অনেকের সঙ্গে আমি গল্পটির মিল খুঁজে পাই। ১৯৮৬ সাল থেকে থিয়েটার চর্চা করছি। তার আগে থেকেই নৃত্যচর্চা করে আসছি। সেই থেকে এখন পর্যন্ত এ ধরনের অনেক পুরুষ সহকর্মী, বন্ধু এমনকি এখন আমার অনেক ছাত্রকে কাছ থেকে দেখছি। এজন্য কাজটি করার পেছনে আমার আলাদা আগ্রহ জন্মে।
‘উনপুরুষ’-এর মাধ্যমে সমাজে কি বিশেষ কোন বার্তা দিতে চাইছেন?
অবশ্যই এই নাটকটির মাধ্যমে আমরা সমাজের কাছে, মানুষের কাছে এক ধরণের বার্তা পৌঁছাতে চাই। নাটকটি দেখলে সবাই বুঝতে পারবেন, আমাদের সমাজের হিজড়া সম্প্রদায় কিংবা এল.জি.বি.টি কমিউনিটির মানুষরা কি ধরনের যন্ত্রণা, অপমান আর সংগ্রাম নিয়ে জীবনযাপন করে। আমরা যদি সত্যিই মানবিক মানুষ হই, তাহলে আমাদের মধ্যে তাদের প্রতি সহানুভূতি জন্মাবে। তাদেরকে আমরা যে দৃষ্টিতে দেখছি সেটি ঠিক না। তারাও ভালোবাসার পাবার অধিকার রাখে। তাদের সঙ্গেও সবার সহানুভূতিশীল আচরন করা উচিত। এই মানবিকতার জায়গা থেকে আমি নাটকটি মঞ্চে আনতে চেয়েছি। এটা একজন সচেতন মানুষ ও একজন শিল্পী হিসেবে আমার সামান্য চেষ্টা। যা দেখে যদি কারও মনোভাব বদলায় তবেই আমাদের সার্থকতা।
নাটক নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা কেমন?
জার্নিটা অনেক বেশি কষ্টের। কারণ এতোদিন ‘পদাতিক নাট্য সংসদ, টিএসসি’র মতো বড় একটি দলে কাজ করেছি। সেখানে অনেক লোকবল। ফলে কোন কাজ করতে গেলে অনেক সাপোর্ট পাওয়া যায়। কিন্তু ‘নবরস’ দলটি একেবারেই নতুন। স্বাভাবিকভাবেই লোকবল অনেক কম। ফলে বাইরের দল থেকেও কিছু শিল্পী নিয়ে কাজ করতে হয়েছে। তাদের সঙ্গে সময় মিলিয়ে নাটকটি মঞ্চে আনার জন্য আমি অনেক পরিশ্রম করেছি। সবার সহযোগীতায় শেষ পর্যন্ত আমরা কাজটি সম্পন্ন করতে পেরেছি। এজন্য খুব ভালো লাগছে। সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।
নাটকটি দর্শকের কাছে পৌঁছাবে কবে?
আগামী ২৩ ও ২৪ জানুয়ারি (মঙ্গল ও বুধবার) রাজধানীর নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রদর্শনী হবে নাটকটির। প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে। ‘উনপুরুষ’ নাটকের কলাকুশলী হিসেবে আছেন- আলো ও মঞ্চ পরিকল্পনা-সাইফুল ইসলাম, পোষাক উপদেষ্টা-ওয়াহিদা মল্লিক জলি, সঙ্গীত পরিকল্পনা-এবি সিদ্দিক। নাটকটিতে অভিনয় করেছেন ওয়াজিদ, কাশিফ আলফি আহমেদ, নূর-এ-খোদা মাশুক সিদ্দীক, সৈয়দা শামছি আরা সায়েকা, জিসান আদিত্য জয়, নুসরাত জাহান বন্যা, সাদিকা মালিহা শখ, সবুজ খান, সুকন্যা সাকিরা, গোলাম মোর্শেদ, সানি, বন্যা, শখ প্রমূখ। প্রদর্শনীর দিন কাউন্টার ছাড়াও ০১৭১১৮৯২৩০৯ ও ০১৭৮১১৬৬৫৯৮ নাম্বারে যোগাযোগ করে নেয়া যাবে অগ্রিম টিকিট।