শেষ কবে বাংলাদেশ বেতারের জন্য গান গেয়েছেন, তা মনে করতে পারছিলেন না উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। তবে এটুকু জানালেন, ১২ থেকে ১৪ বছরের কম হবে না। এবার বাংলাদেশ বেতারের জন্য নতুন গানে কণ্ঠ দিলেন রুনা লায়লা। গত ২৯ ফেব্রুয়ারি আগারগাঁওয়ের ট্রান্সক্রিপশন সার্ভিসের স্টুডিওতে ‘ও বৃষ্টি তুমি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেন তিনি। সুমন সরদারের লেখা গানটির সুর করেছেন সাদেক আলী।
রুনা লায়লা বললেন, ‘আমার বাদ্যযন্ত্রী দলের একজন সাদেক আলী। তিনি বলছিলেন, একটি গানের সুর করেছেন। আমাকে দিয়ে সেই গানটি গাওয়াতে চান। এরপর আমি গানটি শুনি। শোনার পর আমারও ভীষণ ভালো লেগেছে। ভাবলাম, ভালো লেগেছে যেহেতু, গানটি গাই। গানটি গাইবার পরও তৃপ্ত। গানটি প্রচারের পর শুনলে সবার ভালো লাগবে, এমনটা আশা করছি।’
বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা মাঝে বেশ কিছুদিন লন্ডনে মেয়ের কাছে বেড়াতে গিয়েছিলেন। সম্প্রতি দেশে ফিরে ব্যস্ত হয়েছেন। বিভিন্ন আয়োজনে তার উপস্থিতি দেখা যাচ্ছে। গানটি গাইতে গিয়ে বেতারের পরিবেশের মুগ্ধতা প্রকাশ করেছেন রুনা লায়লা।
তার ভাষায়, ‘আমি শেষ যখন গানটিতে কণ্ঠ দিই, তখনো দেখেছি, স্টুডিও ছোট। এখনকার স্টুডিও আকারে যেমন বড়, তেমনি বেশ আধুনিকও হয়েছে। আর এত দিন পর বেতারে গিয়ে সবার আন্তরিকতায় আমি মুগ্ধ হয়েছি। এত অসাধারণভাবে স্বাগত জানিয়েছে, তা ভীষণ অনুপ্রাণিতও করেছে।’