এবার নজরুলের গান গেয়ে মঞ্চ মাতালেন নোবেল

সুরতাল, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 10:46:41

ভারতের জনপ্রিয় এপিসোড ‘সা রে গা মা পা’-তে এক এক করে গান গেয়ে তাক লাগিয়ে দিচ্ছেন বাংলাদেশের ছেলে নোবেল। তার গানে বেশ আলোচনা হচ্ছে, সব তর্ক বাধা-বিপত্তি কাটিয়ে নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে নোবেল।

প্রতিটি এপিসোডে মোকাবিলা করতে হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ। সব চ্যালেঞ্জ জয় করে স্বপ্ন দেখছেন সবার আইকন হবার। ওপার বাংলায় গান গেয়ে জয় করে নিচ্ছেন এপার-ওপার দুই বাংলার দর্শক-শ্রোতাদের মন। জয় করে নিচ্ছেন ‘সা রে গা মা পা, অনুষ্ঠানের বিচারকদের প্রশংসা ও ভালবাসা। নোবেল এখন দুই বাংলার জনপ্রিয় মুখ।

‘সা রে গা মা পা, তে এক এক করে গেয়েছেন আইয়ুব বাচ্চুর ‘ সেই তুমি কেন এত অচেনা হলে, মাইলসের ‘ফিরিয়ে দাও, রবীন্দ্র সংগীতসহ আরও অনেক গান। তবে জেমসের ‘বাবা, গানটি গেয়ে আলোচনায় আসেন মাঈনুল আহসান নোবেল। ‘সা রে গা মা পা,র শনিবারের এপিসোডে জাতীয় কবি কাজী নজরুলের ‘কারার ওই লৌহ কপাট; গানটি গেয়ে ব্যাপক প্রশংসার মুখে পড়েন নোবেল।

শনিবারের এপিসোডে নোবেল মঞ্চে হাজির হন সাদা পাজামা-পাঞ্জাবীর উপর কোট পড়ে। কাজী নজরুল ইসলামের মত মাথায় পড়েন সাদা রঙের টুপি। এ সময় মঞ্চে উপস্থিত দর্শকদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে। বিচারকরাও গানটির বেশ প্রশংসা করেন।

নোবেলের জন্ম গোপালগঞ্জে। ছোটবেলা থেকেই গানের প্রতি নোবেলের বেশ সখ্যতা। এর আগে বাংলালিংকের নেক্সট টিউবার প্রতিযোগিতায় সেরা ছয়ে এসেছিলেন।

এবারের ‘সা রে গা মা পা, প্রতিযোগিতায় বাংলাদেশের নোবেল ছাড়াও অংশ নিয়েছেন অবন্তি সিঁথি, তানজীম শরীফ, রোমানা ইতি, মেজবা বাপ্পী, আতীয়া আনিসা এবং মন্টি সিনহা।

এ সম্পর্কিত আরও খবর