ভক্তরা চান শাহরুখকে! ট্রেইলারের পর পরই হৈ চৈ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডিজনির বিখ্যাত সিনেমা ‘দ্য লায়ন কিং’-এর প্রিকুয়াল সিনেমা 'মুসাফা'-এর ট্রেইলার প্রচারিত পেয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) ডিজনির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সিনেমাটির প্রথমবারে মতো ট্রেইলার আপলোড করা হয়।

সিংহ শাবক সিম্বার শৈশবে অনাথ হওয়া থেকে বড় হয়ে জঙ্গলের রাজা হয়ে ওঠার গল্প ছিল ‘দ্য লায়ন কিং’। তবে তার পূর্ববর্তী ঘটনায় নির্মিত হয়েছে- ‘মুসাফা’ সিনেমাটি, যেখানে মুফাসার বনের রাজা হয়ে ওঠার সফর দেখানো হবে।

ভক্তদের প্রত্যাশা ছিল ‘লায়ন কিং’-এর মতো ‘মুফাসা’তেও মুফাসা চরিত্রের কণ্ঠ দেবেন শাহরুখ খান।

বিজ্ঞাপন
'দ্য লায়ন কিং'-এ শাহরুখ খান, ছবি- সংগৃহীত

এর আগে ‘দ্য লায়ন কিং’-এ মুফাসার কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ খান এবং সিম্বার কণ্ঠ দিয়েছিলেন তারই বড় ছেলে আরিয়ান খান। খান পরিবারের বাবা ও ছেলের সেটি ছিল প্রথম একসঙ্গে কাজ। সদ্য আপলোড হওয়া ট্রেইলারে দেখা মিলেছে, ছোট মুফাসার জঙ্গলের জীবনেরও। সে কারণে ভক্তদের প্রত্যাশাও বেড়ে গেছে। ভক্তরা চান, ছোট মুফাসার কণ্ঠ যেন দেয় শাহরুখ খানের ছোট ছেলে আব্রাহাম খান।

এটা ঠিক অসম্ভবও কিছু না। এর আগে যখন আরিয়ান আর শাহরুখের জোট বন্ধন ঘটে তখন সেটাও ভক্তদের জন্য ছিল অপ্রত্যাশিত কিছু। তাছাড়া ‘মুফাসা’ সিনেমার ইংলিশ ভার্সনে একসঙ্গে জোট বেঁধেছেন, বিয়ন্সে এবং তার মেয়ে ব্লু ইভি কার্টার।

বিজ্ঞাপন

তাই, ভক্তরা চান বড় ছেলে আরিয়ান খানের পর এবার আব্রাহাম খানের সঙ্গে শাহরুখের জোট বন্ধন।

সিংহ শাবক সিম্বার দ্য লায়ন কিং হয়ে ওঠার গল্প সবার জানা। কাকা স্কারের বিশ্বাসঘাতকতার কারণে সিম্বা তার বাবাকে হারায় এবং জঙ্গল থেকে বিতাড়িত হয়। তবে মুফাসা কীভাবে বনের রাজা হলো এবং তার ভাই স্কারের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো, সেই গল্প দেখানো হবে ‘মুফাসা’তে।

'দ্য লায়ন কিং'-এ আরিয়ান খান, ছবি- সংগৃহীত

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য লাইন কিং’। ওয়াল্ট ডিজনির কমিকসের অন্যতম জনপ্রিয় গল্প ‘দ্য লাইন কিং’-এর পরিপ্রেক্ষিতে সিনেমাটি তৈরি করা হয়েছে। এর আগে লায়ন কিং গল্পের কার্টুন সিনেমাটি অনেক জনপ্রিয় ছিল। ২০১৯ সালে এর লাইভ অ্যাকশন অ্যাডাপটেশন প্রকাশ পায়। ভিএফএক্সের মাধ্যমে পর্দায় দারুনভাবে ফুটিয়ে তোলা হয়, পুরো গল্পটি।

‘দ্য লায়ন কিং’-এর হিন্দি সিনেমায় প্রথমবার একসঙ্গে ডাবিং সিনেমায় কণ্ঠ দেন বলিউড কিং শাহরুখ খান আর ছেলে আরিয়ান খান। ভক্তদের জন্য সেটিও ছিল অপ্রত্যাশিত এক উপহার।