একযুগ পরও সঞ্জীব চৌধুরীকে সঙ্গে নিয়ে হাজির ‘দলছুট’

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-04-21 19:41:18

সঞ্জীব চৌধুরী নিজের গড়া দল থেকে দলছুট হয়েছেন ১৭ বছর আগে (১৯ নভেম্বর ২০০৭)। তার আগেই যেটুকু ধ্বনি তৈরি করে গেছেন ব্যান্ড ‘দলছুট’র হয়ে; সেই প্রতিধ্বনি আজও ঢাকাই সংগীতে মধুর হয়ে বাজে। দল থেকে সঞ্জীব চৌধুরী হঠাৎ দলছুট হলেও সেই শেকড় আঁকড়ে ছিলেন তারই সহযোদ্ধা বাপ্পা মজুমদার।

বাপ্পা ১৭ বছর ধরেই নিজের কথায়, কণ্ঠে, স্মরণে সঞ্জীব চৌধুরীকে দারুণ লালন করেছেন শ্রোতার দরবারে। তারই এক প্রতিচ্ছবি হয়ে আসছে দলছুট ব্যান্ডের নতুন অ্যালবাম। ১২ বছর পর ব্যান্ডটি কোনও অ্যালবাম প্রকাশ করছে, যার নামটাই রাখা হয়েছে ‘সঞ্জীব’। উৎসর্গটাও তাকেই করা। অ্যালবামের গনগুলোও যেন সঞ্জীব চৌধুরীর অদৃশ্য জালে বোনা।

অ্যালবামের নামকরণ প্রসঙ্গে দলনেতা বাপ্পা মজুমদার বলেন, ‘সঞ্জীব চৌধুরীকে নিয়ে সব সময় আমাদের একটা ভালোবাসার জায়গা আছে। তার প্রতি সেই ভালোবাসা উদযাপন করতেই আমাদের এই অ্যালবাম। তাকে নিয়ে আমাদের ভাবনাগুলো ফুটে উঠবে গানগুলোতে। সঞ্জীবদাকে আমরা ভালোবাসি, এখনও মিস করি; তাই তাকে ট্রিবিউট করে আমাদের এই অ্যালবাম।’

বাপ্পা জানান, ৮ বছর ধরে তারা এই অ্যালবামটির জন্য ১১টি গান বেঁধেছেন। অ্যালবামের প্রচলন নেই, তবুও তারা শতভাগ মমতা আর ধৈর্য নিয়ে পুরো কাজটি শেষ করেছেন। অবশেষে গতকাল স্বাধীন মিউজিক অ্যাপ-এ মুক্তি পেয়েছে পুরো অ্যালবাম। সঙ্গে বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেলে প্রকাশ হচ্ছে অ্যালবামটির প্রথম বা শিরোনাম গান। নাম ‘সঞ্জীব চৌধুরী’। দুই এক দিনের মধ্যে প্রকাশ হচ্ছে স্পটিফাই-সহ আন্তর্জাতিক অ্যাপগুলোতে। 

দলছুট: জন শার্টন মুন্সি, মাসুম ওয়াহিদুর রহমান, বাপ্পা মজুমদার, সোহেল আজিজ ও ডানো শেখ (বাম থেকে)


 

শাহান কবন্ধ’র লেখা গানটির কথাগুলো পড়লে যে কেউ যেন দেখতে পাবেন সেই সঞ্জীব চৌধুরীকে-

হারিয়ে যাওয়া বন্ধুরা ঠিক এমনি হয়
স্মৃতিগুলো ফিরে আসে বন্ধুটা নয়
তবু ছাদের রেলিং ধরে তাকাই আড়াআড়ি
দূরে কোথাও তাকিয়ে আছেন, সঞ্জীব চৌধুরী সঞ্জীব চৌধুরী
শহরশূন্য পাগলামি আর ছেঁড়া কাগজের দেশ
মঞ্চে হঠাৎ তাকিয়ে তোমায় খোঁজার অভ্যেস
তবু ছাদের রেলিং ধরে তাকাই আড়াআড়ি
দূরে কোথাও তাকিয়ে আছেন, সঞ্জীব চৌধুরী সঞ্জীব চৌধুরী...

‘সঞ্জীব’ অ্যালবামের আরেকটি উল্লেখযোগ্য দিক, এতে সঞ্জীব-বাপ্পা আমলের বেশিরভাগ গীতিকবির লেখা পাওয়া যাচ্ছে। এরমধ্যে রয়েছেন কবির বকুল, জুলফিকার রাসেল, শেখ রানা, রাসেল ও’নীল (প্রয়াত), ইন্দ্রনীল, মাস মাসুম ও দীপন। গানগুলোর শিরোনাম, তুমি যাও, গানের শুরুটা, তুমি আছো নাকি, মন কারিগর, শূন্য লাগে, দুটো মানুষ, মেঘ জমেছে, তার ছায়ায়, প্রবঞ্চনা ও মন দাবাড়ু।
গানগুলো প্রসঙ্গে বাপ্পা বলেন, ‘সব গান মেলোডিনির্ভর। এর মধ্যে রক আর ফোক ধাঁচও পাওয়া যাবে। সর্বোপরি দলছুট যে সাউন্ডে গান করে, সেই ধারাই পাওয়া যাবে নতুন অ্যালবামে। দলছুটের সিগনেচার স্টাইলটা খুঁজে পাবেন শ্রোতারা।’

দলছুট বর্তমান : ভোকাল ও গিটারে বাপ্পা মজুমদার, গিটারে মাসুম ওয়াহিদুর রহমান, বেজ গিটারে জন শার্টন, ড্রামস-এ ডানো শেখ, কি-বোর্ডস-এ সোহেল আজিজ ও ম্যানেজার শাহান কবন্ধ
বলা দরকার, ২০১২ সালে প্রকাশ পায় দলছুট-এর শেষ অ্যালবাম ‘আয় আমন্ত্রণ’।

এ সম্পর্কিত আরও খবর