পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

সিনেমা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বিনোদন, বার্তা২৪.কম | 2023-08-27 02:59:47

‘রেইনবো চলচ্চিত্র সংসদ’-এর আয়োজনে নয় দিনব্যাপী সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে।

শুক্রবার (১৮ জানুয়ারি) বিকেলে জাতীয় জাদুঘরের মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসবের পর্দা নামল।

এবারের উৎসবে অংশ নিয়েছেন দেশ-বিদেশের প্রায় ১৩০ জনেরও বেশি চলচ্চিত্র নির্মাতা ও সংশ্লিষ্টরা। সপ্তদশ এই আসরে পাচঁটি ভেন্যুতে প্রদর্শিত হয় ৭২টি দেশের প্রায় ২১৮টি চলচ্চিত্র।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক।

অনুষ্ঠানে দেশ-বিদেশের চলচ্চিত্র সংশ্লিষ্টরা আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়ে অনুষ্ঠান অলঙ্কৃত করেন।

অনুষ্ঠানে সেরাদের হাতে তুলে দেওয়া হয় সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার। সমাপনী অনুষ্ঠানকে ঘিরে দেশ-বিদেশের চলচ্চিত্র নির্মাতা, কলাকুশলী এবং সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আলোচনা ও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সপাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের সেরাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সনদ।

এ সম্পর্কিত আরও খবর