ফিরছে এলআরবি

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-31 08:17:09

আবার মঞ্চে উঠছে এলআরবি ব্যান্ড দল। দলের প্রধান আইয়ুব বাচ্চুকে হারানোর তিন মাস পর এই প্রথম মঞ্চে উঠবে ব্যান্ড দলটি। মঙ্গলবার (২২ জানুয়ারি) সিলেটের হোটেল দ্য প্যালেসে একটি বড় শোয়ের মধ্য দিয়ে তারা এই যাত্রা শুরু করবে।

ড্রামার রোমেলের কন্ঠে শোনা যাবে এলআরবির গানগুলো। হাতে ড্রামস রেখেই গাইবেন এই শিল্পী। রোমেলের পাশাপাশি মঞ্চে উঠবেন এলআরবির বেজ গিটারিস্ট স্বপন এবং লিড গিটারিস্ট মাসুদ। মাসুদ এতোদিন আইয়ুব বাচ্চুর সঙ্গে ব্যাকভোকাল হিসেবে যুক্ত ছিলেন।

২০১৮ সালের ১৮ অক্টোবর হাজারো ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চু। তার স্বরণে বিভিন্ন জেলায় কনর্সাটের আয়োজন করা হয়। গত বছরের ১৬ অক্টোবর রংপুরের কনর্সাটই ছিলো গিটারের যাদুকর আইয়ুব বাচ্চুর শেষ কনর্সাট।

উল্লেখ্য, ‘একদিন চলে যাবো এই রূপালি গিটার ফেলে’, ‘সেই তুমি কেন এত অচেনা’, ‘এক চালা টিনের ঘর’সহ বেশ কয়েকটি গানের জন্য জনপ্রিয় ছিলেন এই কিংবদন্তি শিল্পী।

এ সম্পর্কিত আরও খবর