বিমানবন্দরে কঙ্গনাকে চড় মহিলা পুলিশের!

বলিউড, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2024-06-06 20:12:43

গতকালই বিজয়ের হাসি হেসেছেন বলিউডের কুইন’খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানৌত। বিগত কয়েক বছর ধরে মোদি সরকারকে যেভাবে কারণে অকারণে তিনি সাপোর্ট করেছেন সে কথা কে না জানে।
তখনই অনেকে ধরে নিয়েছিলেন, রাজনীতিতে নামতে চান এই মুখফোড় অভিনেত্রী। অবশেষে সে কথাই সত্যি হয়েছে। কঙ্গনা এখন বিজেপির নবনির্বাচিত এমপি।

কিন্তু অভিনেত্রীর এই আনন্দের মধ্যেই ঘটে গেলো অবাক করা এক ঘটনা! চণ্ডীগড় বিমানবন্দরের এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। দিল্লি রওনা হওয়ার সময় চণ্ডীগড় বিমানবন্দরে দায়িত্বরত CISF পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন এই সাংসদ অভিনেত্রী। সে সময়ই কঙ্গনাকে চড় মারার অভিযোগ উঠেছে ওই মহিলা পুলিশের বিরুদ্ধে। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

কঙ্গনা রানৌত

একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, চণ্ডীগড় বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ের সময় কঙ্গনা রানাউতকে নির্দিষ্ট ট্রেতে তার ফোন জমা করতে বলা হয়। অভিযোগ, সেই নির্দেশ না মেনে তাদের সঙ্গে বাগযুদ্ধে লিপ্ত হন অভিনেত্রী। তারপরই সদ্য জয়ী সাংসদকে চড় মারতে দেখা যায় এক মহিলা পুলিশকে। বিমানবন্দরের মধ্যে কঙ্গনার সফরসঙ্গীদের সঙ্গেও তর্কবিতর্ক বেধে যায় তার।

দিল্লি বিমানবন্দরে অভিনেত্রী সাংসদকে সংবাদমাধ্যম এ প্রসঙ্গে প্রশ্ন করেন। যদিও কোনও উত্তর না দিয়েই বেরিয়ে যান কঙ্গনা। জানা গিয়েছে, অভিযুক্ত মহিলা পুলিশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন কঙ্গনা।

কঙ্গনা রানৌত

প্রসঙ্গত, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কঙ্গনা রানৌত মাণ্ডি লোকসভা কেন্দ্র থেকে ৭৪ হাজার ৭৫৫ ভোটে জয়ী হন। তার প্রাপ্ত ভোট ৫ লাখ ৩৭ হাজার ২২। জয়ের পর কঙ্গনা রানাউত ধন্যবাদী বার্তায় বলেন, ‘আমায় এত ভালোবাসা এবং ভরসা করার জন্য মাণ্ডির জনতাকে ধন্যবাদ। এই জয় আপনাদের উৎসর্গ করলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি’র প্রতি আপনাদের ভরসার জোরেই আমি জয়ী হয়েছি। এটা সনাতন ধর্ম এবং মাণ্ডির অহংকারের জয়।’

এ সম্পর্কিত আরও খবর