সম্প্রতি একাধিক প্রশংসিত নাটক নির্মাণ করে আলোচনায় রয়েছে ক্লাস ইলেভেন এন্টারটেইনমেন্ট। কদিন আগেই এই প্রযোজনা প্রতিষ্ঠানের নাটক ‘হাজত’ দর্শকের মন ভরিয়েছে। ভিকি জাহেদ পরিচালিত সেই নাটকে অভিনয় করেছিলেন তৌসিফ মাহবুব ও রওনক হাসান।
এবার একই প্রযোজনা প্রতিষ্ঠানের আরেক নাটক উঠে এসেছে আলোচনায়। নাটকটির নাম ‘সুতো’। জনপ্রিয় নির্মাতা ইমরাউল রাফাত পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন সাবিলা নূর ও ইরেশ যাকেরের মতো তারকারা। আরও আছেন উঠতি নায়ক পার্থ শেখ। আকবর হায়দার মুন্না প্রযোজিত ‘সুতো’ নাটকটি দেখা যাচ্ছে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।
একটি স্বচ্ছ-শুদ্ধ সম্পর্ক মানুষের সাংসারিক জীবন ও আত্মার শান্তির জন্য কতটা প্রভাব ফেলে-এমনটাই দেখানো হয়েছে ‘সুতো’ নাটকে। এটি রচনা করেছেন বিনোদন সাংবাদিক অপূর্ণ রুবেল। গল্পের বিন্যাস চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে ‘সুতো’য়, এমনটাই বলছেন দর্শক।
নাটকটি দেখে একজন মন্তব্য করেন, ‘দৈনন্দিন জীবনের সম্পর্কের ভাঙা-গড়াকে একটি শব্দে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। জামার বাঁধন ছিড়ে গেলে যেমন সুতোয় টান পড়ে ঠিক তেমনি মানুষের জীবনের মায়া কেটে গেলেও সম্পর্কের সুতোয় টান পড়ে।’
নিহাল আহম্মেদ নাহিদ নামে একজন লিখেছেন, ‘নাটকটি দেখে ভালো লাগলো, সাবিলা বরাবরই সব রকমের চরিত্র ফুটিয়ে তুলতে পারেন।’
ইউটিউবে মন্তব্যের ঘরে একজন লিখেন, ‘সম্পর্ক শেষ হয়, হৃদয়ের টান থেকে যায় সুতোর মত।’
আরও একজন লিখেন, ‘অসাধারণ একটি নাটক। দাম্পত্য সম্পর্কের ভাঁজে ভাঁজে নিজেকে চেনার কত কত কাহিনী লুকিয়ে থাকে। ধন্যবাদ পরিচালকসহ অভিনেতা-অভিনেত্রীদের।’
পরিচালক ইমরাউল রাফাত বলেন, ‘আমরা যারা দর্শকের ডিমান্ডে নাটক নির্মাণ করি তাদের কাছে দর্শকের অনেক ধরণের মন্তব্য থাকে। যেমন-ভালো গল্পে কাজ করুন কিংবা এর চেয়েও ভালো গল্পে আপনার কাজ দেখতে চাই। এই কাজটা তাদের জন্য যারা সবসময় ভালো গল্পের কাজ দেখতে পছন্দ করেন। কাজটি হয়তো সেভাবে ভিউ হয়নি কিন্তু যারাই দেখেছেন প্রশংসা করছেন, ইতিবাচক মন্তব্য করছেন।’