দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা বরাবরই সমাজের চলমান ইস্যু নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন সোশ্যাল মিডিয়ায়। শোবিজের পরিচয়ের বাইরে তার একাডেমিক ক্যারিয়ারেরও সুপরিচিতি রয়েছে।
এই তারকা আজ তার ফেসবুকে শেয়ার করলেন এমনি এক অভিজ্ঞতা। তাতে বোঝা যায় সমসাময়িক বাংলাদেশের অস্থিরতা তার মনে কতোটা গভীর ক্ষত তৈরি করেছে।
মিথিলা ফেসবুকে লিখেছেন, ‘‘স্কুলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আব্বু সকাল সকাল আমার মেয়েকে বাংলা পড়াতে বসলো। বাংলা পাঠ্যবই-এর প্রথম কবিতাটাই হলো কাজী নজরুল ইসলামের ‘সংকল্প’। সেই ছোটবেলা থেকেই কবিতাটা আমার মুখস্থ। তাই আমিও যোগ দিলাম কবিতাপাঠে।
‘থাকবো নাকো বদ্ধ ঘরে
দেখবো এবার জগৎ টারে
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘূর্ণিপাকে
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটছে তারা কেমন করে।
কিসের নেশায় কেমন করে
মরছে যে বীর লাখে লাখে
কিসের আশায় করছে তারা
বরণ মরন যন্ত্রনাকে।’’
কবিতার এতোটুকু পড়েই মিথিলা থামতে বাধ্য হলেন। আবার পড়তে লাগলেন শেষ চার লাইন,
‘কিসের নেশায় কেমন করে
মরছে যে বীর লাখে লাখে
কিসের আশায় করছে তারা
বরণ মরন যন্ত্রনাকে।’
লাইনগুলো পড়তে পড়তে চোখ ভিজে এলো তার। মিথিলা সবশেষে লিখেছেন, ‘চোখ ভিজে এলো। মাথা নত হলো।’
মিথিলার এই আবেগের সঙ্গে একাত্ব হয়েছেন অনেক তারকা। কারণ বাংলাদেশের অগণিত মানুষের মনে এখন এই কথাগুলোই ঘুরছে যা জাতীয় কবি নজরুল বহুকাল আগে লিখে গেছেন। কোটা আন্দোলনের জেরে নানা কারণে এতাগুলো ছাত্র, সাংবাদিক, যুবক, শিশু-কিশোরের মৃত্যুর চিত্র মন থেকে সরাতে পারছেন না সচেতন নাগরিকরা।
জনপ্রিয় সঙ্গীতশিল্পী এলিটা করিম লিখেছেন, ‘তুমি আমাকে কবিতাটি পড়তে অনুপ্রাণীত করলে এবং এই লাইনগুলো বার বার কোট করতে।’