কিভাবে তাকে কোণঠাসা করে রাখা হয়েছে জানালেন স্পর্শিয়া

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অর্চিতা স্পর্শিয়া, মেকাপ: শোভন মেকওভার । ছবি: শেখ সাদী

অর্চিতা স্পর্শিয়া, মেকাপ: শোভন মেকওভার । ছবি: শেখ সাদী

জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া বরাবরই মন খুলে কথা বলেন। তাছাড়া জীবনকে দেখেন অন্যদের থেকে বেশ আলাদা দৃষ্টিতে। ফলে শ্রোতে গা ভাসাতে দেখা যায় না এই তারকাকে। সবাই যখন কোন আলোচিত ইস্যু নিয়ে ব্যস্ত, তখন তিনি সেই ঘটনার উল্টো পিঠ হাতড়ে দেখেন।

এবারও তাই হলো। বর্তমানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সব ক্ষেত্রেই সংস্কারের হাওয়া লেগেছে। শোবিজ অঙ্গনেও নানা ধরনের সংস্কারের দাবি করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

তবে তাদের সেই সংস্কারের দাবিগুলোর মধ্যে যে বিষয়গুলো একেবারেই উঠে আসেনি সেগুলোই তুলে ধরলেন অভিনেত্রী স্পর্শিয়া।

অর্চিতা স্পর্শিয়া, মেকাপ: শোভন মেকওভার । ছবি: শেখ সাদী

তিনি একটু আগেই তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘পাওনা টাকা চাওয়াতে যে প্রোডাকশন হাউজ, ডিরেক্টর, প্রডিউসার, এক্সিকিউটিভ প্রডিউসারদের কাছে সময়ের সাথে বয়কট বা অপছন্দের আর্টিস্ট হয়েছি, মেলামেশায় কমতি থাকায় বা ব্যক্তিগত জীবনের ডিসিশনে এবং ভিক্টিম প্লে করে ফেক ইমেজ মেনটেইন না করায় যেভাবে আর্টিস্ট হিসেবে কর্নার্ড (কোণঠাসা) হয়েছি, এসব বিষয়ে যারা প্রডাকশনের ওয়েল-সিস্টেমের দাবিতে নেমেছে তাদের বক্তব্য কি?’

নিজের আবার জানিয়ে দিলেন, এই প্রশ্নটি তুললেন। স্পর্শিয়া লিখেছেন, ‘কিছু যায় আসেনা, এমনেই হটাৎ আমার কৌতুহলী মনে প্রশ্নটি আসলো। আমার কৌতুহলী মন আরও জানতে চায়, যারা (আমারই বন্ধু রূপধারী) যে সব পিছে বলে এবং এক অদ্ভুত প্লে গার্ল ইমেজ তৈরি করেছে আমার, তারা আসলে কতটুকু আমাকে চেনে বা জানে?’

অর্চিতা স্পর্শিয়া, মেকাপ: শোভন মেকওভার । ছবি: শেখ সাদী

পরিশেষে তিনি এটা জানাতেও ভুললেন না, ‘একমাত্র আমিই আমাকে নিয়ে হাসতে পারি বা কথা বলতে পারি। কারণ, একমাত্র আমিই আমাকে তৈরি করেছি এবং আমার জীবনের প্রতিটি মুহূর্ত একমাত্র আমিই বাঁচি। অন্যরা শুধু তখনই আমার জীবনে আসতে পারবে যখন আমি তাদের সেই অনুমতি দেবো।’

এদিকে, স্পর্শিয়া সম্প্রতি আলোচনায় এসেছেন একটি সিনেমাকে কেন্দ্র করে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে সিনেমা। ‘কাজী নজরুল ইসলাম’ নামের এই সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন আবদুল আলিম। এই সিনেমায় নজরুলের স্ত্রী নার্গিসের চরিত্রে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী স্পর্শিয়াকে, এমন খবর প্রচার হয় দেশের প্রায় সকল গণমাধ্যমে। কিন্তু বিষয়টি সামনে আসার পর স্পর্শিয়া ফেসবুকে লিখেছেন, ছবিটি করার ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আর এ ধরনের খবর আমার বা আমার টিমের পক্ষ থেকেও জানানো হয়নি। সব ঠিকঠাক হলে এটা একটা ভালো কাজ হবে বলে আশা করি।’ 

অর্চিতা স্পর্শিয়া, মেকাপ: শোভন মেকওভার । ছবি: শেখ সাদী