এখন মোড়ে মোড়ে শাহরুখ খান: তানভীর তারেক

সংস্কৃতি অঙ্গন, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2024-11-22 15:07:34

লেখালেখি, সঙ্গীত পরিচালনা, উপস্থাপনার পর এবার অভিনয়ে নাম লেখালেন তানভীর তারেক। সম্প্রতি মুক্তি পাওয়া অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সমসাময়িক বিষয়ে বার্তা২৪.কমের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন মাসিদ রণ

এখন থেকে কী অভিনয়ে নিয়মিত হবেন?

তা কখনওই না। অভিনয় আমাকে দিয়ে হবে না। ‘দরদ’-এর ব্যাপারটা ভিন্ন, কারণ এখানে আমি ‘তানভীর তারেক’ হিসেবেই হাজির হয়েছি। অনন্য মামুন আমাকে গল্পটা শুনিয়েছিলেন অনেক আগে। এরপর একদিন হুট করেই বলেন, আমাকে একটি চরিত্রে কাজ করতে হবে। প্রথমে রাজী হইনি। পরে মামুন বললেন যে- ছবিতে আমি আমার চরিত্রেই থাকবো। ভাবলাম নিজের ক্যাম্পেইন হোক, ক্ষতি কী! আর শাকিব খানের ছবির একটা বাড়তি ক্রেজ করে। এরপর শুটিং করলাম।

‘দরদ’ সিনেমার পোস্টারে শাকিব খান

শাকিব খানের মুভিতে নিজেকে বড় পর্দায় দেখে কেমন লাগলো?

আমার তো ভালই লেগেছে। বিশেষ করে আমি বলতে চাই, বড় পর্দায় আমার ছেলে আমাকে দেখে খুব অবাক আর খুশী হয়েছে। হলে সে চিৎকার দিয়ে উঠেছে। যেহেতু দেশের বাইরে। এই দৃশ্যটা আমি মিস করেছি। ছেলে আমাকে ফোন দিয়েছে সিনেমা হলে বসেই। ছেলের ঐ উচ্ছ্বাসটুকুর জন্য হলেও এই কাজটি আমার স্বার্থক। অনন্য মামুনের প্রতি কৃতজ্ঞতা।

একফ্রেমে তানভীর তারেক, তার গায়িকা স্ত্রী অণিমা রায়, ছেলে ও জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান । ছবি: ফেসবুক

এর আগে তো আফজাল হোসেন এর নির্মানে একটি ছবিতেও অভিনয় করেছেন?

হুম, সেখানেও আমি আমার চরিত্রেই। একজন সঙ্গীতপরিচালক হিসেবে কাজ করেছি। ওটা অনেকটা আফজাল হোসেনের আদেশে মান্য করার জন্য করা। সরকারী অনুদানের শিশুতোষ সেই চলচ্চিত্রটি এখনও মুক্তি পায়নি।

বেশ দীর্ঘ সময় ধরে আপনি যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে একটি শো করেছেন। দেশে কী সহসা ফিরবেন না?

ফিরবো তো বটেই। এখানে এটিভি ইউএসএ চ্যানেলে ‘সমকালীন বাংলাদেশ’ নামের একটি অনুষ্ঠান করছি। অনুষ্ঠানটি সমকালীন রাজনীতি নিয়ে। সমাজের বিশিষ্ট মানুষদের নিয়ে শো’টা আমি উপস্থাপনা করছি। এরইমধ্যে ১২টি পর্ব প্রচার হয়েছে। বর্তমান সময় ও বাংলাদেশের পলিটিক্যাল কালচার নিয়ে আলোচনা হয়। চ্যানেলটির জন্য নাটক লিখছি ও ডিজিটাল প্লাটফর্মে কাজ করছি। একই সাথে অনলাইনে কোলাহলও দেখাশোনা করছি। খুব শিগগিরই দেশে ফিরবো।

যুক্তরাষ্ট্রে তানভীর তারেক । ছবি: ফেসবুক

এতকিছুর ভীড়ে সঙ্গীতপরিচালক তানভীর তারেক কী হারিয়ে যাচ্ছে?

মোটেই না। তবে এবার একটি কাজের সাথে সম্পৃক্ত থাকতে পেরে খুব ভালো লাগছে, তা হলো আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর প্রথম কোনো আনরিলিজ গান নিয়ে একটি কাজ করেছি আমি। গানটা প্রখ্যাত গীতিকবি নিয়াজ আহমেদ অংশু’র লেখা। গানটির নাম ‘ইনবক্স’। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছি আমি।

অকালপ্রয়াত কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সঙ্গে ছিল তানভীরের গভীর সম্পর্ক


অভিনয়, কন্টেন্ট ক্রিয়েশন ও মিউজক ভিডিও নির্মাণ- তার মানে পুরোদস্তুর ভিজ্যুয়াল মিডিয়াতেই ব্যস্ত আপনি?

না, গানটাও চলছে। দুটি চলচ্চিত্রের গানের কাজ করলাম। এখানে একটি পোর্টেবল রেকর্ডিং স্টুডিও রয়েছে আমার। এর সাথে কাইনেটিকের তানভীর শাহিনের ‘থ্রি এম স্টুডিওতে’ কাজ করলাম। সে গানগুলোও রিলিজ পাবে।

তানভীর তারেক । ছবি: ফেসবুক

এখনকার কন্টেন্ট ও মিউজিক ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কী বলে মনে করেন?

ভবিষ্যত ভালো, তবে খুব প্রতিযোগিতাপূর্ণ ও ঝুঁকিপুর্ণ। আগামীতে কাউকে তারকাখ্যাতি পেতে অনেক বেগ পেতে হবে। প্রচুর ভিউ হয়ত সে পাবে, কিন্তু তারকা হতে পারবে না। ভক্তদের মোহের মানুষ আগামীতে কমে যাবে। আজ আপনি গ্রামে যান, সেখানেও দেখবেন পপুলার টিকটকার রয়েছে। সেই টিকটকার ঐ এলাকায় শাহরুখ খানের সমাদর পাচ্ছে। তাই এখন সারাদেশের মোড়ে মোড়ে শাহরুখ খান। সুতরাং প্রত্যেকের ভেতরে এই যে কন্টেন্ট-এর নেশা ও এ থেকেই অর্থ আয়ের যে বিষয়, এটা আমাদের অস্থির করে তুলেছে। অনেকটা ঝড়ে আম পড়ার মতো অবস্থা! গ্লোবাল কন্টেন্ট ইন্ডাষ্ট্রিতেও এখন একই চিত্র। তাই চোরও যেমন আম কুড়াতে আসছে, ভদ্রলোকও আসছে। আম পাবার সুযোগটা সেও ছেড়ে দিতে চাইছে না! কাউকেই আপনি দোষ দিতে পারবেন না। এটা নিয়তি বা প্রযুক্তির প্রবণতা। আপনি এ থেকে বেরোতে পারবেন না।

এ সম্পর্কিত আরও খবর