কে-ড্রামা হোক বা কে-পপ, বিনোদন মাধ্যমে দক্ষিণ কোরিয়া দিন দিন ছাপিয়ে যাচ্ছে বড় বড় সব ইন্ডাস্ট্রিকে। বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে কোরিয়ান ড্রামা, সিরিজ, গান এমনকি শিল্পীরাও। তাই আসন্ন সব কোরিয়ান প্রজেক্ট নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই।
ড্রামা সিরিজের ক্ষেত্রে এই পরিবর্তন এসেছে কোরিয়ান থ্রিলারধর্মী সিরিজ স্কুইড গেমের হাত ধরে। ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর প্রকাশ পাওয়ার পর এই সিরিজ নেটফ্লিক্সের সব রেকর্ড ভেঙে ফেলেছিল। শৈশবের আনন্দ স্মৃতিঘেরা মজার সব খেলাকে ভয়ংকর এক রূপে উপস্থাপন করেছিল কোরিয়ান ড্রামা সিরিজ স্কুইড গেম। ৩ বছর পর অবশেষে সিরিজটির দ্বিতীয় কিস্তি আসছে ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে।
বড়দিন এবং নতুন বছরের উপহার হিসেবে ভক্তদের দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান হবে চলতি বছরের শেষেই। তবে মূল আকর্ষণ মাসের শেষে হলেও, মাসজুড়ে ভক্তদের কাঙ্ক্ষিত আরও অনেক কোরিয়ান সিরিজ আসতে চলেছে।
১. সিন্ড্রেলা গেম: মাসের শুরুতেই প্রকাশ পেয়েছে ‘সিন্ড্রেলা গেম’ নামক ড্রামা সিরিজ। ২ ডিসেম্বর প্রকাশ পাওয়া সিরিজে অভিনয় করেছেন হান গ্রু, না ইয়ং হি, চই সাং, কউন ডো হিয়ুং সহ অনেকে। এটি মূলত এক নারীর প্রতিশোধ নেওয়ার গল্প।
২. দ্য রোড ইন বিটউইন: আজ (৩ ডিসেম্বর) প্রকাশ পাবে কোরিয়ান সিরিজ ‘দ্য রোড ইন বিটউইন’। রোমান্টিকধর্মী সিরিজটিতে এক ব্যতিক্রম চিন্তার পরিচালকের প্রেম কাহিনী দেখানো হয়েছে। তার সিনেমা পরিচালনার দক্ষতার বিপরীতে, আনাড়ি এক নারী পরিচালকের প্রতি মন দিয়ে বসেন! তাদের মধ্যের প্রেম ও খুনশুটি ফুটে উঠেছে দ্র রোড় ইন বিটউইন সিরিজে।
৩. লাইট শপ: ২০২৪ সালের ডিসেম্বরে কোরিয়ান ড্রামাপ্রেমীদের জন্য আসতে চলেছে সিরিজ ‘লাইট শপ’। মাসের প্রথম বুধবার (৪ ডিসেম্বর) প্রকাশ পাবে সিরিজটি। সাসপেন্সধর্মী সিরিজটির গল্প সাজানো হয়েছে ৮ পর্বে। কিছু অপরিচিত লোক একটি লাইটের দোকানে একত্রিত হয়। একে একে প্রকাশিত হতে থাকে তাদের অভিজ্ঞতা। কেন আর কিভাবে তারা এই লাইটের দোকানে এসে জড়ো হয়েছে- সেই রহস্যই ধাপে ধাপে উন্মোচিত হবে। ডিজনি প্লাস প্লাটফর্মে প্রকাশ পাওয়া সিরিজটির পরিচালনায় রয়েছেন কিম হি-উন।
৪. সরি নট সরি: লাইট শপের ঠিক একদিন পর ৫ ডিসেম্বর প্রকাশ করা হবে ‘সরি, নট সরি’ সিরিজ। সদ্য বাগদান ভেঙে ফেলা জুন সো মিন নামের নারীর গলে্প দেখানো হবে জীবিকার তাগিদে কত নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাকে।
৫. টু মাই লোনলি সিস্টার: ১০ ডিসেম্বর প্রকাশ পাবে ‘টু মাই লোনলি সিস্টার’। হা নেউল এবং নো এউল নামক দুই ভাই বোনের মধ্যকার ভালোবাসা ফুটে উঠেছে এই সিরিজে। ঘরকুনো বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা প্রকাশ পাবে সিরিজটিতে।
৬. হু ইজ শি: ‘ওহ মাল সুন’ নামের ৭০ বছর বয়সের এক বৃদ্ধার বয়স হঠাৎ করেই ২০ বছরের হয়ে যায়। তখন তিনি নিজের জীবনকে আরেকবার একেবারে নিজের মতো করে বাঁচতে চায় এবং স্বপ্ন পূরণে পা বাড়ায়। ‘হু ইজ শি!’ শীর্ষক এই সিরিজটি ‘মিস গ্র্যানি’ সিনেমার রিমেক।
৭. চ্যেক ইন হ্যানইয়াং: ‘চ্যেক ইন হ্যানইয়াং‘ নামক সিরিজে একটি হিস্টোরিক্যাল রোমান্টিক গল্প দেখানো হয়েছে। জোসেঅনের সবচেয়ে বড় রেস্তোরার এই জোড়া লাভস্টোরি প্রকাশ পাবে ডিসেম্বরের ২১ তারিখ।
৮. স্কুইড গেম সিজন ২: অবশেষে ২৬ ডিসেম্বর প্রকাশ পাবে ‘স্কুইড গেম: সিজন ২’। গত সিজনের শেষ থেকেই এই সিজনের গল্প শুরু হবে। রহস্যময় সার্ভাইভাল গেমের বিজয়ী হওয়ার পর, সিয়ং জি হুন আবারও ফিরবে স্কুইড গেমের আরেক পর্বে। মানুষের জীবন নিয়ে এই ছেলেখেলার রহস্য উন্মোচন কি করতে পারবে- সেটাই দেখার বিষয়।
তথ্যসূত্র: সুমপি