শুধু ইমন নন, অস্কার দৌঁড়ে আছেন আরো ৪ বাঙালি

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী

কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী

যখন থেকে জানা গেছে এবারের অস্কারের দৌড়ে আছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী, তখন থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন এই তারকা।

তবে শুধু ইমন নন, এবারের অস্কারে বাংলার মোট পাঁচ জন, ৩ জন কণ্ঠশিল্পী এবং ২ জন সংগীতপরিচালক সেরা মৌলিক গান এবং সেরা মৌলিক স্কোরের জন্য এই দৌড়ে সামিল।

বিজ্ঞাপন

‘পুতুল’ ছবির বাংলা গান ‘ইতি মা’ এবং ‘ব্যান্ড অফ মহারাজাস’ ছবির পাঞ্জাবি গান ‘ইশক ওয়ালা ডাকু’ সেরা মৌলিক গানের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা ৮৯টি গান ও সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য নির্বাচিত ১৪৬টি গানের ব্যালটের মধ্যে রয়েছে।

ক্যারিয়ারের শুরুতেই ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ইমন চক্রবর্তী

আর এই দুটি গানের পিছনে আছেন বাংলার পাঁচজন শিল্পী। তারা হলেন সায়ন গঙ্গোপাধ্যায়, ইমন চক্রবর্তী, পন্ডিত বিক্রম ঘোষ, শমীক কুন্ডু এবং ডালিয়া মাইতি বন্দ্যোপাধ্যায়।

বিজ্ঞাপন

ইমনের গাওয়া ‘ইতি মা’-তে সুর দিয়েছেন সায়ন। আর ‘ইশক ওয়ালা ডাকু’র সুরকার হলেন বিক্রম ঘোষ এবং গানটি গেয়েছেন শমীক ও ডালিয়া মাইতি।

১৭ ডিসেম্বর ভোটিংয়ের মাধ্যমে ১৫টি গান ও অরিজিনাল স্কোরের জন্য মোট ২০টিকে বাছাই করে নেওয়া হবে। ৯ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম রাউন্ডের ভোটিং। একাডেমির সংগীত শাখার সদস্যরা এদিন থেকে শুরু হওয়া প্রথম রাউন্ডের ভোটে ১৫টি গান এবং সেরা ২০টি অরিজিনাল স্কোরের জন্য ভোট দেবেন। আগামী ৩ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের আসর।

এর গানে ভারতীয় তামিল সিনেমার গান ‘নাটু নাটু’ সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য অস্কার জিতে সারা দেশের মান বাড়িয়েছে বিশ্বমঞ্চে। এখন দেখার বিষয় বাংলার কোনো শিল্পী আবার সেই মুকুটে নতুন পালক জুড়তে পারে কিনা!

ইমন চক্রবর্তী একাধিক ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা