আগামী ১৭ ডিসেম্বর চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৪’। গত এক বছরে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘দীপ্ত’তে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিংকৃত সিরিজ ও তাদের ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’তে প্রকাশিত ওয়েব কনটেন্টগুলো থেকে সেরাদের মোট ১১টি ক্যাটাগরিতে দেয়া হবে এই পুরস্কার।
দীপ্ত টিভির নিজস্ব ওয়েবসাইট লিংকে প্রাপ্ত দর্শকের ভোট ও জুরিবোর্ডের বিচার বিবেচনায় নির্বাচন করা হবে বিজয়ীদের। ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৪’-এর ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে-
একক নাটক
আলোচিত নাটক, আলোচিত অভিনয়শিল্পী (পুরুষ) ও আলোচিত অভিনয়শিল্পী (নারী)।
ধারাবাহিক নাটক
আলোচিত নাটক, আলোচিত অভিনয়শিল্পী (পুরুষ), আলোচিত অভিনয়শিল্পী (নারী) ও আলোচিত অভিনয়শিল্পী (পার্শ্ব)।
ওটিটি কনটেন্ট
আলোচিত ওয়েব ফিল্ম, আলোচিত অভিনয়শিল্পী (পুরুষ) ও আলোচিত অভিনয়শিল্পী (নারী)।
ডাবিংকৃত সিরিজ
আলোচিত সিরিজ।
দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৪-এ আপনার ভোটে জিতবে আপনার প্রিয় তারকা। সঙ্গে থাকছে আপনারও পুরস্কার জেতার সুযোগ। ভাগ্যবান ১০ জন ভোটদাতা হবেন বিজয়ী, পাবেন দীপ্ত প্লে'র পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। ভোট দিতে পারবেন আগামী ১২ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত।