প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বর্তমানে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টাও। তবে তিনি সরকারি কাজে ব্যস্ত থাকলেও তার নির্মিত নতুন কাজ দেখা থেকে বঞ্চিত হচ্ছে না দর্শক।
তার পরিচালনায় প্রায় দেড় দশক আগে নির্মিত হয় জনপ্রিয় সিরিজ ‘৪২০’। ২০০৭ সালে বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান-পতনের গল্প নিয়ে নির্মিত হয়েছিল এটি। এবার লম্বা বিরতির পর ‘৪২০’ সিরিজটির সিক্যুয়েল হয়ে পর্দায় ফিরছে ‘৮৪০’। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন ফারুকী।
আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সিরিজটির ট্রেইলার প্রকাশ করে ক্যাপশনে উপদেষ্টা লিখেছেন, ‘‘গত শীতে আমরা যখন এটা শুটিং করছিলাম তখনো জানিনা আদৌ এটা দেখানো যাবে কিনা। আর আজকে ‘৮৪০’র ট্রেইলার আপনাদের সাথে শেয়ার করছি। ইমোশনে কাবু হওয়ার কারণে একটা ভালো ক্যাপশনও লিখতে পারলাম না। প্লিজ ওয়াচ দ্য ট্রেইলার। কামিং রিয়েলি সুন, সুনার দ্যান ইউ ক্যান এক্সপেক্ট!’
এর আগে নতুন সিরিজ নিয়ে একটি রিলস শেয়ার করে ফারুকী লিখেছিলেন, ‘‘পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সব সময় উর্বরমুখী। যে কারণে ২০০৭ এ তৈরি হয়েছিল ‘৪২০’। কিন্তু গত ১৫ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সব কিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ‘৪২০’র ডাবল-আপ ‘৮৪০’।’’
সিরিজটির প্রধাণ চরিত্রে অভিনয় করেছেন নাসিরউদ্দিন খান, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, বিজরী বরকতউল্লাহ, মারজুক রাসেল, শাহরিয়ার নাযিম জয়, নাদের চৌধুরীর মতো গুণী শিল্পীরা।
প্রসঙ্গত, ১৭ বছর আগে ফারুকীর রচনা ও পরিচালনায় টিভি ধারাবাহিক ‘৪২০’তে অভিনয় করেই দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা পান মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশাসহ কয়েকজন তারকা।