রণবীর-দীপিকার কন্যার জন্য দাদির আত্মত্যাগ

, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-12 18:47:02

মাতৃত্বকালীন সুন্দর সময় কাটাচ্ছেন বলিউড সেনসেশন দীপিকা পাডুকোন। সম্প্রতিই তিনি মা হওয়ার পর প্রথম বার জনসম্মুখে আসেন। চলতি বছর ৮ সেপ্টেম্বর রণবীর সিং-দীপিকা পাডুকোনের কোল আলো করে আসে তাদের মেয়ে দুয়া পাডুকোন সিং। দুয়ার এখন ৩ মাস পূর্ণ হয়েছে। তাই মেয়েকে নিয়ে মুম্বাইতে পাড়ি জমালেন দীপিকা ।

নাতনি মুম্বাই ফিরে আসায় অত্যন্ত খুশি ঠাকুমা অঞ্জু ভাবনানি। তাই দুয়ার মঙ্গল কামনায় তিনি নিজের মাথার চুল দান করলেন। ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের জন্য মাথার চুল কেটে দান করেছেন অঞ্জু। নাতনির মঙ্গল কামনায় করা মানতের জন্য এই আত্মত্যাগ তার।

ইনস্টাগ্রামে অঞ্জুর পোস্ট  / ছবি:সংগৃহীত

ইনস্টাগ্রামে অঞ্জু একটি পোস্ট লিখেছেন দুয়ার উদ্দেশে। তিনি লেখেন, ‘শুভ ৩য় মাসের শুভেচ্ছা আমার প্রিয় দুয়া। এই বিশেষ দিনটি ভালোবাসা এবং আশায় পূর্ণ করার চেষ্টা করছি। দুয়ার বেড়ে ওঠা আমাদের জন্য আনন্দ এবং সুন্দর বিষয়, তাই আমরা মঙ্গল ও দয়ার ক্ষমতাও মনে রাখছি। আশা করি, এই ছোট পদক্ষেপটিও কারো জীবনের কঠিন সময়ে স্বস্তি ও আত্মবিশ্বাস এনে দিতে পারবে।’

অঞ্জুর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করে রাখা। তারপরও তার করা এই পোস্ট নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়েছে। অনেকেই অঞ্জুর এই পদক্ষেপের প্রশংসা করেছেন। গণমাধ্যমকর্মীরাও এই ব্যাপারে বেশ ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছে।

ক্যান্সার রোগীদের জন্য চুল দান করে গণমাধ্যমে প্রশংসিত রণবীর জননী / ছবি: সংগৃহীত

দীপিকা পাড়ুকোন সন্তানের জন্মের পর দীর্ঘসময় বাপের বাড়িতেই ছিলেন। দু-দিন আগেই তিনি মুম্বাইতে ফেরেন। গত সপ্তাহে বেঙ্গালুরুতে গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের কনসার্টেও অংশ নিয়েছিলেন দীপিকা। সেটাই ছিল মা হওয়ার পর তার প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স।

এ সম্পর্কিত আরও খবর