বিয়ে করলেন দক্ষিণের জনপ্রিয় নায়িকা কীর্তি সুরেশ

বলিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-12 19:20:31

ভারতীয় সিনেমা জগতে যেন বিয়ের ধুম পড়েছে। একটার পর একটা বিয়ের খবর শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। এবার বিয়ের পিঁড়িতে বসলেন তামিল, তেলেগু, মালয়ালম ছাড়িয়ে বলিউডেও পরিচিতি পাওয়া নায়িকা কীর্তি সুরেশ। বরের নাম অ্যান্টনি থাতিল। ১৫ বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন এই জুটি। গতকাল ১১ ডিসেম্বর ভারতের গোয়ায় বসে তাদের বিয়ের আয়োজন, চলছে আজও। কিছুক্ষণ আগে নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কীর্তি সুরেশ। তবে অনেকেরই জিজ্ঞাসা, কীর্তির স্বামী কে এই অ্যান্টনি?

বিয়ের মণ্ডপে কীর্তি সুরেশ ও তার বর অ্যান্টনি থাতিল

ক্যারিয়ারের সবচেয়ে টান টান সময়ে এসে বিয়ের পিঁড়িতে বসে আবারও হইচই ফেলে দিলেন কীর্তি। বর অ্যান্টনিকে নিয়েও নেটিজেনদের মধ্যে লক্ষ করা যাচ্ছে কৌতূহল। কীর্তির স্বামী অ্যান্টনি থাতিল দুবাইভিত্তিক একজন পরিচিত ব্যবসায়ী। কোচির ছেলে অ্যান্টনির সঙ্গে দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেছেন কীর্তি।

বিয়ের এমন রোমান্টিক ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন কীর্তি সুরেশ

ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদন অনুসারে, অ্যান্টনি চেন্নাইভিত্তিক দুটি কোম্পানির মালিক। বিখ্যাত অভিনেত্রীর প্রেমিক অ্যান্টনিকে খুবই সাদামাটা জীবনযাপন করতে দেখা যায়। হাইস্কুলে পড়ার সময় কীর্তি ও অ্যান্টনি দুজন দুজনের প্রেমে পড়েন। পরে কোচিতে স্নাতক পড়তে গিয়ে সেটা আরও গাঢ় হয়।

বিয়ের আসরে বিয়ের কীর্তি সুরেশ

চলতি বছর নভেম্বর মাসে কীর্তি আনুষ্ঠানিকভাবে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে নিজেদের প্রেমের বিষয়টি সামনে আনেন। প্রেমিককেও পরিচয় করিয়ে দেন ভক্তদের সঙ্গে। ছবিটি দেখে অনেকে ধারণা করেন, কোনো এক দীপাবলির রাতে তোলা। এর পর থেকেই ভক্তরা বিভিন্ন সময় তাঁর ছবির নিচে জানতে চেয়েছেন, কতক্ষণে বিয়ের ছবি দেখতে পাবেন তারা। এবার সেই ছবি সামনে এনে ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন কীর্তি।

বিয়ের দিনে অ্যান্টনি থাতিল ও কীর্তি সুরেশ

ভারতীয় সিনেমায় অভিনয় করে পেয়েছেন জাতীয় পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ নানা সম্মাননা। ২০২১ সালে ফোর্বস ইন্ডিয়ার থার্টি আন্ডার থার্টি তালিকায় নাম ওঠে এই অভিনেত্রীর। ২০০০ সালে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করে ২০১৩ সালে এসে প্রথম কেন্দ্রীয় চরিত্র পান মালয়ালম সিনেমা ‘গীতাঞ্জলি’তে। এরই মধ্যে প্রায় ৪০টি সিনেমায় অভিনয় করে ফেলেছেন কীর্তি।

মালা বদলের মুহূর্ত

উল্লেখ্য, ২৫ ডিসেম্বর সিনেমা হলে আসছে কীর্তির প্রথম বলিউড সিনেমা ‘বেবি জন’। সেখানে বরুন ধাওয়ানের সঙ্গে জুটি গড়ে অভিনয় করেছেন এই নায়িকা। 

এ সম্পর্কিত আরও খবর