যুক্তরাষ্ট্রে দুটি পুরস্কার পেলেন নিবিড় আদনান

সংস্কৃতি অঙ্গন, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2024-12-13 15:37:56

আদনান ইবনে হারুন নামে তাকে কেউ না চিনবেন না। কিন্তু নিবিড় আদনান নাহিদ নামটা শুনলে ফ্যাশনপ্রিয় মানুষের চোখে ভেসে আসবে এক সুদর্শন পুরুষের ছবি। যিনি দেশের র‌্যাম্প মডেলিং-এর শীর্ষ তারকা। ২০১০ থেকে বিগত এক যুগ ধরে দেশের শীর্ষস্থানীয় মডেল তিনি। নতুন মডেলরা তাকে আইকন হিসেবে দেখন, তার মতো হতে চান।

নিবিড় আদনান নাহিদ

বর্তমানে কাজ করছেন আন্তর্জাতিক অঙ্গনেও। নিবিড় বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে সম্প্রতি সেরা মডেল হিসেবে পেয়েছেন দুটি পুরস্কার, আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২৪ ও আনন্দ মেলা পুরস্কার ২০২৪। এর আগে দেশে অনেক পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন। এরমধ্যে রয়েছে বর্ষসেরা মডেল ক্যাটাগরীতে আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২১, সেরা আন্তর্জাতিক মডেল ব্রিটিশ ক্যাটাগরীতে বাংলাদেশ ফ্যাশন এন্ড লাইফস্টাইল অ্যাওয়ার্ড ২০২২, সেরা মডেল হিসেবে বাইফা অ্যাওয়ার্ড ২০২৩ প্রভৃতি।

সেরা মডেল হিসেবে বাইফা অ্যাওয়ার্ড ২০২৩ পান নিবিড় আদনান নাহিদ

নিবিড় বলেন, ‘আমি খুব সৌভাগ্যবান যে অনেক সম্মাননা পেয়েছি। কিন্তু একইসঙ্গে কষ্ট লাগে যে, আমাদের দেশের এতোবড় মডেলিং ইন্ডাস্ট্রির জন্য কোন জাতীয় স্বীকৃতি নেই। এমনকি দেশের শীর্ষ বেসরকারি আয়োজন গুলোতেও মডেলিং-এর কোন ক্যাটাগরী নেই।’

নিবিড় আদনান নাহিদ

মডেলিংয়ের গণ্ডি পেরিয়ে নিবিড় এবার নাম লিখিয়েছেন অভিনয়ে। তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘এষা মার্ডার’ সিনেমায়। এই ছবিতে আরও অভিনয় করছেন আজমেরী হক বাঁধন। ছবির সঙ্গে যুক্ত হওয়া নিয়ে নিবিড় বলেন, ‘অভিনয় খুবই শক্তিশালী মাধ্যম। আর সব আর্টিস্টের স্বপ্ন থাকে বড় পর্দার কাজ করার। আমার সেই স্বপ্ন হতে চলেছে। ছবিটির অনেকাংশের কাজ শেষ। আমি দেশের বাইরে থেকে ফিরে আমার অংশের শুটিং করব।’

নিবিড় আদনান নাহিদ আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের মডেল হয়েছেন

প্রসঙ্গত, নিবিড় দেশের সমস্ত বড় বড় ফ্যাশন ডিজাইনার ও ফ্যাশন ব্র্যাণ্ডের মডেল হিসেবে টানা কাজ করেছেন। এমনকি আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার ও বুলগেরিসহ জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ডের মডেল হয়েছেন। ২০১৮ সালে তিনি মুম্বাইয়ের বিখ্যাত মডেলিং এজেন্সি টোবাহ’র সঙ্গে ৩ বছরের চুক্তি করেন। একই বছর বাজফিডের ‘এশিয়ার স্ট্যানিং পুরুষ’ তালিকায় ২২ নম্বর অবস্থানে উঠে আসে তার নাম।

 ‘মিস এন্ড মিস্টার সেলিব্রেটি বাংলাদেশ’ বিউটি পেজেন্টের জুরি মেম্বার হিসেবে নিবিড় আদনান নাহিদ

মডেলিং-এর বাইরে সম্প্রতি কাজ করেছেন ‘মিস এন্ড মিস্টার সেলিব্রেটি বাংলাদেশ’ বিউটি পেজেন্টের জুরি মেম্বার হিসেবে। তার সঙ্গে জুরি বোর্ডে আরও ছিলেন সংগীতশিল্পী মেহরিন মাহবুব, সিনিয়র ফ্যাশনবিষয়ক সাংবাদিক, শেখ সাইফুর রহমান, বিউটি এক্সপার্ট আফরোজা পারভীন, আর্কা স্টুডিওর প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার এবং মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ তানজিয়া জামান মিথিলা।

এ সম্পর্কিত আরও খবর