সুখবর দিলেন কোয়েল মল্লিক

বলিউড, বিনোদন

বিনোদন ডেস্ক বার্তা২৪.কম | 2024-12-14 18:04:04

কন্যা সন্তান মা হলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। শনিবার অর্থাৎ ১৪ ডিসেম্বর সকালেই তাদের পরিবারে নতুন অতিথি আসে। সন্তানের আগমনের খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টকার্ড শেয়ার করেন কোয়েল।

অভিনেত্রী লিখেন, আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে। সামাজিক মাধ্যমে এই পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় সিক্ত হন এই অভিনেত্রী। অভিনেতা-অভিনেত্রী থেকে সকলেই তাকে অভিনন্দন জানাতে থাকেন।

এর আগে দুর্গাপূজার সময় অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন কোয়েল মল্লিক। তখন থেকে মল্লিক-রানে পরিবারের মধ্যে শুরু হতে থাকে অধীর অপেক্ষা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল, ঘর আলো করে কোয়েলের কোলে এলো এক ফুটফুটে কন্যা সন্তান। জানা যায়, কোয়েল ও সদ্যোজাত দুজনেই সুস্থ আছেন।

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক

২০২০ সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দেন অভিনেত্রী কোয়েল। পুত্রসন্তান কবীরের জন্মের আগে নানা ধরনের খবর সামাজিক মাধ্যমে শেয়ার করতেন কোয়েল। তবে দ্বিতীয় সন্তান জন্মানোর আগে তেমন কোনও পোস্ট বা ছবি শেয়ার করেননি অভিনেত্রী। বিষয়টি একেবারেই পারিবারিক রেখেছিলেন কোয়েল ও তার স্বামী।

কিছুদিন আগেই ‘মিতিন মাসি’ সিরিজের শ্যুটিং শেষ করেছেন কোয়েল, এছাড়া মহালয়ায় টেলিভিশনের পর্দায় তাকে দুর্গার বেশে দেখা গেছে। ছেলে কবীরের জন্মের পর কাজে ফিরেছিলেন তিনি। এবার মেয়ের জন্মের পর কতদিনের মাথায় নতুন কাজ নিয়ে পর্দায় ফেরেন কোয়েল সেই অপেক্ষায় তার অনুরাগীরা।

এ সম্পর্কিত আরও খবর