২০২৪: শোবিজের আলোচিত যত ঘটনা

সংস্কৃতি অঙ্গন, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-29 18:23:34

বিদায়ী ২০২৪ সালে দেশের শোবিজ অঙ্গনে ঘটে গেছে নানা ঘটনা। কোনোটি সাফল্যের, কোনটি ব্যর্থতার আবার কোনটি বিতর্কের। বছরের আলোচিত ঘটনা নিয়ে এই আয়োজন-

রাজপথে প্রতিবাদী তারকারা

শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোনের সূত্র ধরে শুরু হওয়া হত্যাযজ্ঞের প্রতিবাদ ও একদফা দাবিতে রাজপথে নেমেছিলেন তারকারা। আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, আশফাক নিপুণ, প্রিন্স মাহমুদ, মোশাররফ করিম, সিয়াম আহমেদসহ সংস্কৃতি অঙ্গনের অনেকেই ছিলেন আন্দোলনের অগ্রভাগে।

জুলাই আন্দোলনে রাজপথে অভিনেত্রী বাঁধন

সেন্সর বোর্ডের নাম পরিবর্তন

চলচ্চিত্র নির্মাতাদের কাছে আতঙ্কের নাম ছিল সেন্সর বোর্ড। নির্মাণ শেষে সেন্সর বোর্ডে জমা দেওয়া হতো প্রতিটি সিনেমা। বোর্ডের সদস্যরা দেখে জানাতেন সিনেমাটি মুক্তির উপযোগী কিনা। সদস্যদের মতামতের ভিত্তিতে দেওয়া হতো সেন্সর সার্টিফিকেট। এরপরই প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার অনুমতি পেতেন নির্মাতারা। তবে সব সময় এত সরল হতো না প্রক্রিয়াটি। অনেক সময়ই নানা শর্তের বেড়াজালে আটকে দেওয়া হতো সিনেমা। এভাবে বছরের পর বছর অনেক সিনেমা আটকে আছে সেন্সর বোর্ডে। ফলে ক্ষতির মুখে পড়েছেন সেসব সিনেমার নির্মাতারা। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ড বিলুপ্ত করে সার্টিফিকেশন বোর্ড চালুর দাবি করে আসছিলেন।

‘মুজিব’ সিনেমার সেটে আরিফিন শুভ

প্লট বরাদ্দ বাতিল

৫ আগস্টের পর বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্র্বতী সরকার। এরই মধ্যে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা করে আলোচনায় আসা অভিনেতা আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া রাজউকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনাও হয়।

মেহজাবীন চৌধুরী

সিনেমায় মেহজাবীনের অভিষেক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয় ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য নাটক। কাজ করেছেন ওয়েব সিরিজেও। তবে সব ছাপিয়ে এবার বড় পর্দায় অভিষেক হয়েছে তাঁর। বছরজুড়ে ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ নামে দুটি সিনেমা নিয়ে বিদেশে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ঘুরে বেড়িয়েছেন এই অভিনেত্রী। বছরের একেবারে শেষে এসে সিনেমা হলে মুক্তি পায় তাঁর অভিনীত দ্বিতীয় ছবি ‘প্রিয় মালতী’। তবে প্রথম ছবি মুক্তি পাবে নতুন বছরের শুরুর দিকে।

‘চালচিত্র’ সিনেমায় অপূর্ব

কলকাতায় অপূর্বর অভিষেক

বেশ বিরতির পর সিনেমায় ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গত শুক্রবার বড়দিন উপলক্ষে কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘চালচিত্র’। সিনেমাটি পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্ত।

প্রয়াত আইয়ুব বাচ্চু

আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান

চিরবিদায়ের ৬ বছর পর প্রকাশ পেল কিংবদন্তি শিল্পী ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান। ‘ইনবক্স’ শিরোনামে গানটির কথা লিখেছিলেন নিয়াজ আহমেদ অংশু। সুর ও সংগীতায়োজন করেছিলেন শিল্পী আইয়ুব বাচ্চু নিজে।

ব্ল্যাকের রিইউনিয়ন
১৯ বছর পর প্রথম লাইন আপের সদস্যদের নিয়ে মঞ্চে উঠেছিল অল্টারনেটিভ ঘরানার জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাক। নতুন এবং প্রথম লাইন আপের পাঁচ সদস্য জন, তাহসান, জাহান, টনি ও মিরাজকে নিয়ে ব্যান্ডটি পারফর্ম করেছে ‘রক অ্যান্ড রিদম ৪.০: রেজারেকশন অব ব্ল্যাক’ শিরোনামের কনসার্টে।

অভিনেত্রী সাদিয়া আয়মান

বিতর্কে সাদিয়া আয়মান

নাটকের অভিনেত্রী সাদিয়া আয়মান এ বছরই তিনটি বিতর্কিত কাণ্ড ঘটিয়ে বেশ সমালোচনার জন্ম দেন। এক সাংবাদিকের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পাশাপাশি প্রেম সংক্রান্ত বিষয়েও সমালোচিত হন এ অভিনেত্রী। এ ছাড়া তাঁর একটি ওয়েব ফিল্মের প্রমোশনের জন্য লাইভে এসে বিভ্রান্তি ছড়িয়েও নেটিজেনদের চক্ষুশূলে পরিণত হয়েছেন। পরে ক্ষমাও চান তিনি।

বিতর্কের বাইরে নন চঞ্চল চৌধুরীও
বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে পতন হওয়া শেখ হাসিনা সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা থাকার কারণে ৫ আগস্টের পর সমালোচনার মুখে পড়েন অভিনেতা চঞ্চল চৌধুরী।

শিল্পকলা একাডেমি ঘিরে ছিলো উত্তাপ

শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধ ও হামলা

মাঝপথে নাটক বন্ধ, বিজয়ের উৎসব ও শিল্পকলার একাডেমির হলের নামপরিবর্তন, নাট্যকর্মীদের ওপর হামলার ঘটনায় সমালোচিত হয়েছে শিল্পকলা একাডেমি। সম্প্রতি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হচ্ছিলো নাটক ‘নিত্যপুরাণ’। বিক্ষোভের মুখে মাঝপথে নাটক প্রদর্শনী বন্ধ করতে বাধ্য হয়েছেন আয়োজকরা। এ নিয়ে নেটমাধ্যমে চলছিল তোলপাড়।

তানিজন তিশা, মুমতাহিনা টয়া ও সাফা কবির

মাদককাণ্ডে টয়া-সাফা-তিশার নাম
চলতি বছর ভালোই শুরু করেছিলেন তারকা অভিনয়শিল্পী ও মডেল সাফা কবির, তানিজন তিশা ও মুমতাহিনা টয়া। বছরের শেষ দিকে মাদককান্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে তিন অভিনেত্রীর বিরুদ্ধে। তাদের মাদক সম্পৃক্ততা ঘিরে বিশেষ অনুসন্ধান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (নারকোটিক্স)।

ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে পারফর্ম করেন রাহাত ফাতেহ আলী খান

রাহাত ফতেহ আলী খানের পরিবেশনা

রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে পারফর্ম করে অগণিত দর্শকের প্রশংসা ও ভালোবাসা কুড়িয়েছেন পাকিস্তানের প্রখ্যাত গায়ক রাহাত ফাতেহ আলী খান। জুলাই-আগস্টের অভ্যুত্থানে নিহত-আহতদের পরিবারকে সহায়তায় এই আয়োজনে তিনি বিনা পারিশ্রমিকে শ্রোতাদের গান শুনিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর