সিদ্ধান্ত বদলে ফের জুটিবদ্ধ রাজ-মিম!

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ

বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ

যে সময়ে ঢালিউডের সিনেমা দেখতে দর্শক প্রেক্ষাগৃহে আসে না বললেই চলে, তখন একটি সুপারহিট সিনেমা উপহার দেওয়া চাট্টিখানি কথা নয়। সেই কঠিন কাজটিই করেছিলন নির্মাতা রায়হান রাফী। আর সেই ‘পরাণ’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করে দারুণ আলোচিত হন চিত্রনায়ক শরিফুল রাজ এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এরপর একই নির্মাতার ‘দামাল’ ছবিতেও তারা জুটি বেঁধে প্রশংসা কুড়ান।

তাদের রসায়ন দর্শক বেশ পছন্দ করছিলো। গড়ে উঠতে পারতো একটি সফল জুটি। কিন্তু রাজের তৎকালীন স্ত্রী পরীমণি নানা ধরনের কুৎসা রটিয়েছিলেন বিদ্যা সিনহা মিম আর রাজকে ঘিরে। ফলে মিম নিজের ইমেজের কথা চিন্তা করে রাজের সঙ্গে আর কাজ করবেন না বলে সিদ্ধান্ত নেন।

বিজ্ঞাপন

কিন্তু এখন সব সমীকরণ বদলে গেছে। পরী আর রাজের জীবনে নেই। এজন্যই কিছুদিন ধরে শোবিজে গুঞ্জন শোনা যাচ্ছে আবারও রাজ-মিম জুটি একসঙ্গে কাজ করতে চলেছেন।

‘পরাণ’ ছবিতে শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম

শোনা যাচ্ছে, তৃতীয়বারের মতো রাজ-মিম জুটিকে দেখা যাবে ‘দানব’ নামের একটি সিনেমায়। আর তা পরিচালনা করবেন শাকিব খানের সাম্প্রতিক ছবি ‘দরদ’ নির্মান করে আলোচনায় থাকা পরিচালক অনন্য মামুন। ছবিটি প্রযোজনা করছে তার অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। সিনেমাটির শুটিং হবে বাংলাদেশ এবং থাইল্যান্ডে। পর্দায় দেখা যাবে ঈদুল ফিতরে।

বিজ্ঞাপন

তবে এ বিষয়ে এখনই মুখ খোলেননি অনন্য মামুন, রাজ কিংবা মিমের কেউই। তবে বছরের শেষ দিন অনন্য মামুন মিমের জিম করার একটি ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন, `বছর শেষে আমার একটাই প্রশ্ন? মিম কেন, কি কারণে এত পরিশ্রম করছে? ৩টা মাস এতো কঠর পরিশ্রম দেখে আমি মুগ্ধ.. ভয় লাগে মেয়েটা না আবার দানব হয়ে যায়..’।

নতুন ছবির জন্য নিয়মিত শারিরিক কসরত করছেন মিম

এই স্ট্যাটাস দেখেই অনেকে ধারণা করছেন মিম আর অনন্য মামুনের একসঙ্গে কাজ হতে চলেছে। আর তার জন্যই মিম তিন মাস ধরে নিজেকে প্রস্তুত করছেন। এবং স্ট্যাটাসেই ছবির নাম ‘দানব’ কথাটাও উল্লেখ রয়েছে।