চিত্রনায়িকা অঞ্জনার অবস্থা সংকটাপন্ন

ঢালিউড, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2024-12-29 20:36:20

ঢালিউডের প্রখ্যাত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান এই বয়সেও নিয়মিত কাজ করে চলেছেন। শোবিজের বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই তিনি হাসিমুখে হাজির হয়ে গ্ল্যামার ছড়ান।

কিন্তু সেই তারকার অবস্থা এখন ভালো না। গুরুতর অসুস্থ হয়ে তিনি এখন হাসপাতালে। অঞ্জনার অসুস্থতার কথা বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন তার ছেলে নিশাত রহমান মনি। তিনি এইমাত্র বলেন, ‘আমার আম্মুর অবস্থা বেশ সংকটাপন্ন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।’

অঞ্জনা রহমান । ছবি: শেখ সাদী

মনি আরও বলেন, ‘আম্মু এখন রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে রয়েছেন। বিগত ৬ দিন ধরে তিনি এই হাসপাতালেই আছেন। আমি তো ছোট মানুষ, অনেক কিছুই বুঝি না। আমার বড় দুলাভাই উনার চিকিৎসার ব্যাপারে সব ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। আমি তাকে সাহায্য করছি।’

কি হয়েছিলো জানতে চাইলে মনি বার্তা২৪.কমকে বলেন, ‘আম্মুর প্রায় ১৫ দিন আগে থেকে জ্বর শুরু হয়। কমছিলো, আবার বাড়ছিলো। এক পর্যায়ে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। এরপরই আমরা তাকে হাসপাতালে ভর্তি করি।’

Caption

এতোদিন ধরে অঞ্জনার মতো প্রখ্যাত শিল্পী অসুস্থ, কিন্তু আপনারা কাউকে কিছু জানাননি কেন? জানতে চালে মনি বলেন, ‘আমার আম্মুই চাননি তার অসুস্থতার কথা কাউকে কিছু বলি। উনি ভেবেছিলেন, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। অযথা নিজের অসুস্থতার কথা জানিয়ে কাউকে দুশ্চিন্তায় ফেলতে চাননি। কিন্তু এতোদিন ধরে তো উনার মতো শিল্পীর অসুস্থতার কথা লুকিয়ে রাখা যায় না। তাই এখন সবাই আস্তে আস্তে জানতে শুরু করেছে।’

অঞ্জনা রহমান । ছবি: শেখ সাদী

মনি আরও বলেন, ‘চিকিৎসব পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন যে, আম্মুর রক্তে ইনফেকশন ধরা পড়েছে। তাকে আরও অনেকটা দিন হাসপাতালেই থাকতে হবে। আরও অনেক ধরনের পরীক্ষা করতে হবে। তারপর বোঝা যাবে আদতে কি হয়েছে। আমি আবারও বলব সবাই আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন। তিনি এই দেশ ও দেশের চলচ্চিত্রশিল্পকে মনপ্রাণ উজাড় করে ভালোবাসা দিয়েছেন। আমার বিশ্বাস সবার দোয়ায় তিনি আবারও চলচ্চিত্র অঙ্গনে হাসিমুখে ফিরবেন।’

এ সম্পর্কিত আরও খবর