কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সৃজনশীল সৃষ্টির ধারা বজায় রাখতে ভূমিকা রাখছেন বড় ছেলে নুহাশ হুমায়ুন। ক্যারিয়ারের শুরুর দিকের কাজ দিয়েন আসেন আলোচনায়, বনে যান ভক্তদের পছন্দের পরিচালক। বিভিন্ন জনরায় কাজ করলেও; নুহাশের হরর জনরার প্রতি যে দুর্বলতা আছে, তা স্পষ্ট।
সম্প্রতি ওটিটিতে প্রচার করা হচ্ছে নুহাশ পরিচালিত সিরিজ ‘২ষ’। ৪ পর্বের সিরিজের ৩ টি পর্ব ‘ওয়াক্ত’, ‘ভাগ্য ভালো’ ও ‘অন্তরা’ ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। এরপর এর ৪র্থ পর্ব প্রচারের মাধ্যমে ‘পেট কাটা ষ’ সিরিজের ২য় কিস্তির সমাপ্তি ঘটবে। ৯ জানুয়ারি ওটিটি প্লাটফর্ম ‘চরকি’তে প্রচার করা হবে ২ষ এর শেষ পর্ব ‘বেসুরা’।
এক শিশু কন্যার গল্প দেখানো হয়েছে এখানে। শিশুটির গানের গলা ভালো নয়, তা নিয়ে গ্রামবাসীর আপত্তি। সন্ধ্যার আগে মেয়েটির গলায় সুর না আসলে তাকে নিজের পরিবার ছেড়ে আজীবনের জন্য কসাইয়ের বাড়িতে থাকতে চলে যেতে হবে। বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় খোঁজার সময়েই গল্পে আগমন ঘটে ডাইনির।
পরিচালক নুহাশ হুমায়ুন গণমাধ্যমের এক সাক্ষাৎকারে জানান, ২ষ-কে তিনি আলাদাভাবে উপস্থাপন করতে চাচ্ছিলেন। গল্পে কিছু ভিন্নতা আনতে ‘বেসুরা’ বানিয়েছেন তিনি। রিস্ক নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন, নতুনত্ব রাখতে চেয়েছেন সংলাপ, পোশাক, সাজসজ্জ্বা, কাস্টিং এমনকি মিউজিকেও। ‘বেসুরা’র গল্প লিখেছেন নুহাশ হুমায়ুনের মা গুলতেকিন খান।
সোমবার (৬ জানুয়ারি) চরকিও সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে শেষ পর্বের ট্রেইলার প্রকাশ করা হয়। এই পর্বে অভিনয় করার মাধ্যমে প্রথমবার ওটিটিতে কাজ করছেন সুমাইয়া শিমু। এছাড়াও প্রথমবারের মতো অভিনয় করছেন সঙ্গীতশিল্পী ইসলাম উদ্দিন পালাকার। ২ষ-এর শেষ পর্বের শেষে বিশেষ চমক থাকবে বলে জানা যায়।
ট্রেইলার প্রকাশ করে চরকির অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়,‘ লোভের ফাঁদে মানুষের প্রথম পাপ। কোন প্রায়শ্চিত্তে কাটবে আদি অভিশাপ! চরকি’র প্রথম মিউজিক্যাল, নুহাশ হুমায়ূন পরিচালিত “২ষ” এর শেষ পর্ব বেসুরা আষছে ৯ জানুয়ারি।’
‘২ষ’ সিরিজের সংগীত পরিচালনা করেছেন অভিষেক ভট্টাচার্য্য এবং ‘বেসুরা’ পর্বে দুটি গানের সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। প্রীতমের কারণেই নাকি অভিনয়ে রাজি হয়েছেন ইসলাম উদ্দিন পালাকার।
‘পেট কাটা ষ’- এর প্রথম পর্বে দক্ষিণ এশিয়ায় প্রচলিত অলৌকিক কিছু লোক কাহিনী দিয়ে সাজানো হয়েছিল। সিরিজের ২য় কিস্তি ২য় ষ উপস্থাপন করে সাইকোলজিক্যাল হরর-কে। প্রতিটি পর্বের সঙ্গে অন্য পর্বের পরোক্ষভাবে যোগসূত্র দেখা যায়। শেষ পর্ব কীভাবে পুরো সিরিজকে শেষ করবে সেটাই দেখার বিষয়।