অর্ধশত শিল্পী নিয়ে তানভীর তারেকের পরিচালনায় এটিভি ইউএসএ’র ‘থিম সং’

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আসিফ আকবর, কোনাল, তানভীর তারেক ও ইশতিয়াক আহমেদ

আসিফ আকবর, কোনাল, তানভীর তারেক ও ইশতিয়াক আহমেদ

‘বিশ্বজুড়ে বাঙালিয়ানা’ এই শ্লোগান নিয়ে যাত্রা শুরু করা যুক্তরাষ্ট্র ও কানাডাভিত্তিকি টিভি চ্যানেল এটিভি ইউএসএ-এর থিম সং গাইলেন জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর, কোনালসহ মোট ১৮ জন কন্ঠশিল্পী। থিম সংটির কথা লিখেছেন ইশতিয়াক আহমেদ। এর সুর, সঙ্গীত, ভিডিও পরিকল্পনা ও পরিচালনায় রয়েছেন তানভীর তারেক। 

মোট ১১ টি দেশে চিত্রায়িত ও অর্ধশত শিল্পীর অংশগ্রহণে এই থিম সংটির অডিও-ভিডিও নির্মাতা তানভীর তারেক বলেন, ‘টানা ২ মাস ধরে আমরা এই থিম সংটির ভিডিও প্ল্যান করি। সেখানে বাংলাদেশের মফস্বলের টং দোকানি থেকে শুরু  ‍করে হলিউউ শহর লস এঞ্জেলসেও আমরা শুটিং করেছি। মোট ১১ টি দেশে এর চিত্রায়ন হয়। তাই বিভিন্ন শাখার অর্ধশত’রও বেশি শিল্পী এই গানটিতে অংশ নিয়েছেন। এই পরিশ্রমলব্ধ কাজটি একারনেই উপস্থাপন করার চেষ্টা করেছি, যাতে আমাদের থিম সংয়ের মর্মার্থ সারাবিশ্বের বাঙালিয়ানা কালচারকে যে আমরা এক করার চিন্তা করেছি তা প্রকাশ পায়। এই আয়োজনের প্রত্যেক শিল্পী থেকে শুরু করে আমাদের প্রডাকশন ক্র’র প্রতিও আমার অকুন্ঠ শ্রদ্ধা ও কৃতজ্ঞতার শেষ নেই।’

বিজ্ঞাপন
তানভীর তারেক

গানটিতে সহশিল্পী হিসেবে কন্ঠ দিয়েছেন ঢাকা-নিউইয়র্কের আরও ১৬ জন কন্ঠশিল্পী। নিউইয়র্ক স্টুডিওতে কন্ঠ দিয়েছেন কামরুজ্জামান বকুল, শামীম সিদ্দিকী, চন্দ্রা রায়, নাজু আখন্দ, কৃষ্ণা তিথি, মরিয়ম মারিয়া, শাহ মাহবুব, সৌরভ। ঢাকার ধ্রুব মিউজিক স্টেশন স্টুডিওতে কন্ঠ দিয়েছেন ৮ তরুন কন্ঠশিল্পী। তারা হলেন অংসুক রায়, সুকল্যান মুখার্জি, নয়ন দাস, রুদ্র দাস, তিথি মজুমদার, নন্দিতা সাহা, সোনালী সাহা ও সম্বিতা তালুকদার লতা।

গানটির সাউন্ড ডিজাইন, কম্পোজিশন ও মিক্স মাস্টারিং হয়েছে ঢাকা, নিউইয়র্ক ও লাস ভেগাসের স্টুডিওতে। কাজ করেছেন লাস ভেগাসের টিএফপি স্টুডিওর এলেক্স, নিউইউয়র্কের তানভীর তারেক ও অভিজিৎ চক্রবর্তী জিতু, ঢাকার মার্সেল। পুরো সাউন্ড ডিজাইন, নির্দেশনা ও ভিডিও পরিচালনা করেছেন তানভীর তারেক। ভিডিও প্রডাকশনের সার্বিক তত্ত্বাবধান করেছেন ইয়ামিন ইলান, তার ই-মিউজিক টীম ও কোলাহল কমিউনিকেশন। সম্পাদনা ও কালার গ্রাফিক্স এসএম তুষার। কারিগরি সহযোগিতায় আরো ছিলেন বায়োস্কপ ফিল্মস।

বিজ্ঞাপন
সোমনূর মনির কোনাল

এছাড়া এটিভি ইউএসএর থিম সংটির ভিডিও শুটিংয়ে মোট ১১ টি দেশের বিভিন্ন স্থানে বাঙালি গুণীজনরা অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যসহ, দুবাই, সৌদি আরব, জাপান, সিঙ্গাপুর, মালয়শিয়া, যুক্তরাজ্য, কাতার, ভারত, অষ্ট্রেলিয়া ও কানাডাতে এই থিম সংয়ের ভিডিও দৃশ্য ধারন করা হয়েছে।

ঢাকার ২০ জন নৃত্যশিল্পী এই থিম সংয়ে অংশ নিয়েছেন। নৃত্যশিল্পীদের কোরিওগ্রাফার হিসেবে ছিলেন এ মাহবুব হোসেন। ঢাকার স্মৃতি সৌধ, লালবাগের কেল্লা, শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনারসহ পুরনো ঢাকার একাধিক লোকেশনে টানা ৫ দিন শুটিং করা হয়। থিমসংয়ের মিউজিক ভিডিওতে দুজন শিশুশিল্পীও কাজ করেছেন কথামনি ও শুদ্ধ।

আসিফ আকবর

এটিভি ইউএসএর প্রযোজনায় এমন ব্যয়বহুল ও ব্যপ্তির মিউজিক থিমসং এর আগে কোনো যুক্তরাষ্ট্র ভিত্তিক টেলিভিশন উপস্থাপন করেনি। এ প্রসঙ্গে এটিভি ইউএসএর কর্ণধার আকাশ রহমান বলেন, ‘আমরা শুরু থেকেই শুধু কমিউনিটি টেলিভিশনের ভেতরেই এটিকে সীমাবদ্ধ রাখতে চাইনি। কারণ এখন কোনোকিছুই আর লোকাল নেই। সবই গ্লোবাল বাজারেই ফাইট দিতে হয়। আর যেহেতু এটিভি ইউএসএ আমাদের নিজস্ব অ্যাপ ও ডিজিটাল প্লাটফর্মে একই ভাবে কাজ করে যাচ্ছে। তাই আমরা এর আঙ্গিকটাও বিস্তৃত রাখছি। সেই অনুযায়ীই আমরা তানভীর ভাইয়ের নির্দেশনায় গত প্রায় ২ মাস ধরে পরিকল্পনা করে এই থিমসংটি তৈরি করার কথা ভাবি। সংশ্লিষ্ট সকল শিল্পী কলাকুশলীদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। বিশ্বজুড়ে বাঙালিয়ানা’ আমাদের এই শ্লোগানটির মতো করেই আমরা সারাবিশ্বে বাংলা সংস্কৃতিতে তুলে ধরতে চাই।’