তার কয়েদি নম্বর ১০৬, ভাগ্যে ডাল-রুটি

, বিনোদন

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-09-01 05:38:44

বিরল হরিণ কৃষ্ণসার হত্যার দায়ে পাঁচ বছর কারাদণ্ডপ্রাপ্ত বলিউড সুপারস্টার সালমান খান এখন যোধপুর সেন্ট্রাল জেলে। তার কয়েদিন নম্বর ১০৬। এই নম্বরটাই এখন পরিচয় ‘বজরঙি ভাইজান’-এর। ৫২ বছর বয়সী এই অভিনেতাকে কারাগারে প্রথম রাতের খাবারে দেওয়া হয়েছে ডাল আর রুটি। তবে তিনি তা খাননি। কুড়ি বছরের আগে দায়ের পুরোনো কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত সালমান খানের বর্তমান ঠিকানা  দুই নম্বর ব্যারাকের ২ নম্বর সেল। এদিকে, জেলের খাবার না খেলেও বাইরে থেকে কোনো খাবার আনাননি সালমান। যোধপুর সেন্ট্রাল জেলের তত্ত্বাবধায়ক বিক্রম সিং গণমাধ্যমকে জানান, সালমান সাধারণ বন্দীর সুযোগ-সুবিধা পাচ্ছেন কারাগারে। তাকে বিশেষভাবে দেখভাল করা হচ্ছে না। গতকাল রাতে সালমানের একজন দেহরক্ষী তাঁর জন্য পোশাক নিয়ে এসেছিলেন। কারা তত্ত্বাবধায়ক জানান, এই অভিনেতার উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। গতকাল বিকেলে যখন তাকে কারাগারে আনা হয়, তখন তার রক্তচাপ বেশি ছিল। কারাগারের চিকিৎসক তাকে পরীক্ষা করেছেন। পরে তার রক্তচাপ স্বাভাবিক হয়ে আসে। বৃহস্পতিবার যোধপুর আদালত সাজা ঘোষণা করার পরই পুলিশ সালমান খানকে তাদের হেফাজতে নেয়। আদালতের রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই সালমান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও তৈরি করে পুলিশ। তারপর পুলিশি গাড়িতে করেই বিশেষ নিরাপত্তা দিয়ে সালমানকে নিয়ে যাওয়া হয় যোধপুর সেন্ট্রাল জেলে। আদালতের রায়ের ভিত্তিতেই সালমানকে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। আপাতত জামিন না পাওয়া পর্যন্ত সালমান খানকে থাকতে হবে যোধপুর সেন্ট্রাল জেলের অন্দরেই। এদিকে, সালমান খানকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণার যে নির্দেশ দিয়েছেন আদালত, সেই নির্দেশের বিরুদ্ধে দায়রা আদালতে জামিনের আবেদন পেশ করা হয়েছে বৃহস্পতিবারই। সালমানের পক্ষে তাঁর আইনজীবী জামিনের জন্য আবেদন জানান। শুক্রবার বেলা সাড়ে ১০টায় সেই আবেদনের শুনানি। তিন বছরের কম সাজা হলে যোধপুর আদালত আজ সালমানকে জামিন দিতে পারতেন। কিন্তু পাঁচ বছরের জেল হওয়ায় সালমান খানকে জামিনের জন্য সেশনস কোর্টে যেতে হবে, যার প্রক্রিয়া অনেকটাই তৈরি রাখা হয়েছে। সূত্র : এনডিটিভি।

এ সম্পর্কিত আরও খবর