জয় বাংলা কনসার্ট বৃহস্পতিবার

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 06:40:55

আজকের এই স্বাধীন বাংলাদেশের অবদানে একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে ৭ মার্চ। এই দিনটিতেই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) স্বাধীনতার ডাক দেন।

আর দেশের ইতিহাসের মহান এই দিনটি আগামীকাল (বৃহস্পতিবার)। আর দিনটিকে ঘিরে প্রতিবছরই দেশব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। তবে ৭ মার্চের চেতনায় তরুণদের উদ্বুদ্ধ করতে আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হয় 'জয় বাংলা কনসার্ট'। ২০১৫ সাল থেকেই এই কনসার্টটির আয়োজন করা হচ্ছে। যেখানে দেশের খ্যাতনামা ব্যান্ড দল দর্শকদের মাতিয়ে তোলে।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাজধানীর আর্মি স্টেডিয়ামে পঞ্চমবারের মত এই কনসার্টের আয়োজন করেছে সেন্টার অব রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়ং বাংলা। বিকেল সোয়া তিনটায় শুরু হওয়া কনসার্ট চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত।

এবারের জয় বাংলা কনসার্ট মাতাবে বে অব বেঙ্গল, নেমেসিস, লালন, ক্রিপটিক ফেইট, আরবোভাইরাস, শূন্য, আর্টসেল এবং চিরকুট।

কনসার্টে অংশ নেওয়া ব্যান্ড দলগুলো নিজেদের গানের পাশাপাশি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত কালজয়ী গানগুলোও পরিবেশন করবে। এ ছাড়া কনসার্টে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধভিত্তিক গ্রাফিক্যাল প্রদর্শনী।

এ সম্পর্কিত আরও খবর