কাতারে বাংলাদেশ উৎসবে ‘আয়নাবাজি’

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-27 13:53:04

কাতারে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ ফোরাম কাতারের যৌথ আয়োজনে গত ১৯ মার্চ শুরু থেকে হয়েছে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’। আর সেখানেই প্রদর্শিত হয়েছে চঞ্চল চৌধুরী অভিনীত ‘আয়নাবাজি’। উৎসবটি চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে কাতারের শিক্ষা সংস্কৃতি এবং পর্যটন নগরী ‘কাতারা’ সিনেমায় চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন ছবির পরিচালক অমিতাভ রেজা।

বাংলাদেশ ফোরাম কাতারের সার্বিক ব্যবস্থাপনায় ৪০০ আসনের হলে আয়োজিত ‘আয়নাবাজি’র বিশেষ প্রদর্শনীতে অংশ নেন কাতার প্রবাসী বাংলাদেশী, কাতারের নাগরিক, কূটনৈতিক ও বিভিন্ন পর্যটকরা।

এসময় বাংলাদেশ ফোরাম কাতারের সভাপতি ইফতেখার আহমেদ জানান, সপ্তাহব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল পালন করছি আমরা। এর মধ্যে বাংলা চলচ্চিত্র ‘আয়নাবাজি’ ছিল একটি অংশ। দর্শকদের হৃদয়কাড়া এমন একটি ছবি উপহার দেওয়াই ছিল আমাদের ক্ষুদ্র প্রয়াস।

কাতারায় ড্রামা থিয়েটারে ১৯ ও ২০ মার্চ দুই দফায় দেখানো হয়েছে ‘আয়নাবাজি’।

এ সম্পর্কিত আরও খবর