চালু করে দেওয়া হয়েছে জি নেটওয়ার্ক

ছোটপর্দা, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-30 22:51:16

একদিনের ব্যবধানে ফের সচল হলো ভারতীয় জি নেটওয়ার্কের সব চ্যানেল। ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বিষয়টি নিশ্চিত করেছে। তবে কেনো বন্ধ করা হয়েছিলো তা নিয়ে কেউ কোনো মন্তব্য করেননি।

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ বলেন, ‘১ এপ্রিল দুপুরে জি নেটওয়ার্কের চ্যানেলগুলো বন্ধ হয়ে গেলেও গতকাল (২ এপ্রিল) মধ্যরাত থেকে আবারও সচল হতে শুরু করে। যদিও সেটি ছিল সীমিত আকারে। তবে আজ (৩ এপ্রিল) বেলা ১১টা থেকে দেশের সবখানে জি নেটওয়ার্কের চ্যানেলগুলোর সম্প্রচার স্বাভাবিক হয়।’

জানা গেছে, বাংলাদেশে জি নেটওয়ার্কের দুই পরিবেশক সংস্থা ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড ও জাদু ভিশন মিডিয়া লিমিটেডকে গত ১ এপ্রিল তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশি বিজ্ঞাপন প্রচারের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার পরই জাদু ভিশন জি নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়।

এদিকে, মঙ্গলবার (২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বিদেশি চ্যানেল সম্প্রচার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছিলেন, ‘সরকার কোনো বিদেশি চ্যানেল বন্ধ করেনি। দেশে ডাউনলিংক করে বিদেশি চ্যানেল প্রচারে প্রচলিত আইন প্রয়োগ করছে মাত্র। কেননা ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬ এর ১৯ (১৩) উপধারা অনুযায়ী বিদেশি চ্যানেলে কোনো ধরণের বিজ্ঞাপন দেখানো যায় না।’

মন্ত্রী আরও বলেছিলেন, ‘প্রতিবেশি দেশগুলো এমনকি ইউরোপের সকল দেশেই একই নিয়ম। আইনটি এতদিন মানা হচ্ছিল না। ফলে এদেশের টিভি চ্যানেলগুলো বছরে প্রায় ৫শত কোটি টাকারও বেশি মূল্যের বিজ্ঞাপন থেকে বঞ্চিত হচ্ছে। তাই বিদেশি চ্যানেলগুলো বিজ্ঞাপনমুক্ত বা ক্লিন-ফিড হিসেবে চাইতে হবে অথবা ফিল্টার করে সম্প্রচার করতে হবে। এদেশের টেলিভিশন, টিভি সাংবাদিক, অনুষ্ঠান নির্মাতা, শিল্পী, কলাকুশলী সকলের স্বার্থে এ আইন মানা প্রয়োজন। এ বিষয়ে সকলে সহযোগিতা করবেন বলে আমার বিশ্বাস।’

এ সম্পর্কিত আরও খবর