মঞ্চনাটকের নির্দেশনায় নওশাবা

নাট্যশালা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 16:49:15

নওশাবা আহমেদ ছোটপর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী। এর বাইরে তার আরও একটি পরিচয় আছে। তিনি যুক্ত আছেন শারীরিকভাবে অক্ষম মানুষদের জন্য তৈরি সেবামূলক একটি সংগঠনের সঙ্গে। সংগঠনটির নাম 'টুগেদার উই ক্যান'। এই সংগঠনের রয়েছে 'পাপেট থিয়েটার' নামের একটি শিল্পী গোষ্ঠী। 

শনিবার (৬ জুলাই) ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা ৭টায় 'মুক্তি আলোয় আলোয়–আই অ্যাম দ্য লাইট; টুগেদার উই ক্যান' নামের নাটকটি মঞ্চস্থ করা হবে।

নাটকটিতে নির্দেশনা দিয়েছেন অভিনেত্রী নওশাবা আহমেদ। বাস্কেটবল খেলোয়ার 'রত্না'র জীবনের গল্প নিয়ে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে নাটকটি।

এই প্রসঙ্গে নওশাবা আহমেদ বার্তা২৪.কম'কে বলেন,'আমাদের পাপেট থিয়েটারের কর্মীরা হুইল চেয়ারে বসেই নাটকটি মঞ্চস্থ করবেন। এটি ওদের দ্বিতীয় পরিবেশনা। আমি শুধু নির্দেশনা দেওয়ার কাজটা করেছি বাকী সব ক্রেডিট তাদের। এই নাটকের জন্য মোট খরচ ধরা হয়েছে ৩ লাখ টাকা। এই সব টাকা আসবে ক্রাউডফান্ড বা গণ অর্থায়ন থেকে।'

উল্লেখ্য, শারীরিকভাবে অক্ষম মানুষদের এই সংগঠনের কাজের জন্য সহযোগিতা করতে আগ্রহীরা  ০১৭১১৪৪৭৯১০ নম্বরে যোগাযোগ করতে পারবেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। 

এ সম্পর্কিত আরও খবর