‘তাহসান কোথায় সফল সেটি মানুষ বিচার বিবেচনা করবেন’

ছোটপর্দা, বিনোদন

মাহবুবর রহমান সুমন, বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 13:26:10

নাটকে অভিনয় করা কমিয়ে দিলেও ঈদ নাটকে তাহসান রহমান খান থাকবেন না এমনটা ভাবাই যায় না। তাইতো উত্তরার এক শুটিং সেটে এক সন্ধ্যায় দেখা পাওয়া গেল জনপ্রিয় এই তারকার।

চোখাচোখি হওয়ার পর জানতে চাইলেন কি খবর। খবর আদান-প্রদান শেষ করে জানলাম ইন্টারভিউ দরকার। কথা বলবেন তবে শর্ত সাপেক্ষে। ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করা যাবে না আর কথা বলবেন খুব ছোট করে। শর্ত মেনেই বার্তাটোয়েন্টিফোর.কম তাহসানের সঙ্গে বসেছে ৫ মিনিট।

বার্তাটোয়েন্টিফোর.কম: আপনার প্রথম প্রেম?
তাহসান খান: সেটি অনেক ছোটবেলায়। মনে নেই। আসলে প্রেম না আমিও ফোন দিতাম, সেও ফোন দিতো, এই।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/07/1562506972249.jpg

বার্তাটোয়েন্টিফোর.কম: নাটকে বেশ কম দেখা যাচ্ছে আপনাকে...
তাহসান: সিনেমায় কাজ করেছিলাম সে কারণে হয়তো নাটকে একটু কম কাজ করা হয়েছে। তবে আবার শুরু করেছি। গত ঈদেও বেশ কয়েকটি নাটক করলাম। এবার ঈদেও আশা করছি কয়েকটি নাটকে দেখা যাবে।

বার্তাটোয়েন্টিফোর.কম: গায়ক তাহসানের নতুন গানের খবর?
তাহসান: আগামী বছর একক অ্যালবাম প্রকাশ পেতে পারে। এছাড়া গত কয়েক মাসে কয়েকটি গানের মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে আমার।

বার্তাটোয়েন্টিফোর.কম: কোথায় সফল তাহসান? গান, অভিনয় নাকি শিক্ষকতা?
তাহসান: সফলতার মানদণ্ডটা নির্ভর করে আমাকে কে কোন দৃষ্টিতে দেখছে সেটির উপর। তাই আমি মনে করি, তাহসান কোথায় সফল সেটি মানুষ বিচার বিবেচনা করবে। এখানে আমার কোন মূল্যায়ন বা মতামত নেই।

বার্তাটোয়েন্টিফোর.কম: ক্যারিয়ার নিয়ে আপনার মূল্যায়ন?
তাহসান: আমাকে সৃষ্টিকর্তা অনেক দিয়েছেন সেজন্য আমি ধন্য। অনেকের ভালোবাসা পেয়েছি, আরও ভালোবাসা পেতে চাই। এই তো..

বার্তাটোয়েন্টিফোর.কম: যে অভ্যাস বদলানে চান তাহসান?
তাহসান: আমার সঠিক সময়ে খাওয়া-দাওয়া করার অভ্যাস নেই। সেটি বদলাতে চাই।

বার্তাটোয়েন্টিফোর.কম: মেয়ে আইরা তাহরিম খানের সাথে বাবার রসায়ন?
তাহসান: পৃথিবীর সকাল বাবার সাথে মেয়ের রসায়ন যেমন আমার সাথে আমার মেয়েও তেমন। এর বাইরে প্রাইভেসির কারণে এই প্রশ্নে আর কথা বাড়াতে চাই না।

বার্তাটোয়েন্টিফোর.কম: বিশেষ ভক্ত কেমন হয়?
তাহসান: সবাই লেখে আমি আপনার প্রচণ্ড ভক্ত। এসব কথা কিন্তু সবাই বলে। কিন্তু কেউ একজন আমাকে নিয়ে কবিতার বই লিখে ফেলেছেন, সেটা আমার কাছে অবাক মনে হয়।

এ সম্পর্কিত আরও খবর