চলছে না জিৎ-দেব, আসছে অঙ্কুশ

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 08:03:52

জুলাই মাসের প্রথম সপ্তাহে (৫ জুলাই) দেশের সিনেমা হলে মুক্তি পায় নিরব অভিনীত সিনেমা 'আব্বাস'। এরপর থেকে সিনেমা হলে নেই দেশি কোনো সিনেমা। তাই পরের সপ্তাহে সাফটা চুক্তির মাধ্যমে কলকাতার দেবের 'কিডন্যাপ' সিনেমা মুক্তি দেয় আমদানিকারক প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। 

এক সপ্তাহ না ঘুরতেই একই আমদানিকারক প্রতিষ্ঠান শুক্রবার (১৯ জুলাই) বাংলাদেশের ৫২ সিনেমা হলে মুক্তি দেয় জিৎ-কোয়েলের 'শুরু থেকে শেষ'। একই দিনে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত 'অনুপ্রবেশ' নামের একটি সিনেমা দেশি সিনেমা হিসেবে মুক্তি পেলেও কোন সিনেমা হলে চলছে সিনেমাটি সে তথ্য জানা যায়নি।

এর মাঝে নতুন খবর, আসছে ২৬ জুলাই কলকাতার 'বিবাহ অভিযান' মুক্তি পাচ্ছে বাংলাদেশে। নুসরাত ফারিয়া ও অঙ্কুশ অভিনীত সিনেমাটি আমদানি করেছে তিতাস কথাচিত্র।

দেশের সিনেমার সংকটে বাংলাদেশে কেমন চলছে কলকাতার জনপ্রিয় দুই নায়কের সিনেমা সেটা জানতে সরেজমিনে গিয়ে দেখা যায়, দেবের 'কিডন্যাপ' ও জিৎ-কোয়েলের 'শুরু থেকে শেষ' মুক্তির প্রথম দিনেই রাজধানীর বলাকা সিনেমা হলে দেখেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ওমর ফারুক বাবু।

তিনি বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, '১২ জুলাই 'কিডন্যাপ' সিনেমার প্রথম শো দেখেছিলাম। হাতেগোনা ২০-২৫ জন দর্শক ছিল আমিসহ। আর এই শুক্রবারে 'শুরু থেকে শেষ' দেখলাম দর্শক হাতে গোনা ৩০-৩৫ জন।'

হলগুলোতে ওপার বাংলার সিনেমাতেও নেই কোনো দর্শক  

 

জিৎ-দেবের সিনেমার কেন দেখছেন না দর্শক এমন প্রশ্নে বার্তাটোয়েন্টিফোর.কমকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, 'আমাদের দেশের মানুষ দেবকে চেনে না সেকারণে তার দর্শক কম আর জিৎয়ের কিছুটা দর্শক আছে সেকারণে তার সিনেমার দেবের সিনেমার চেয়ে একটু ভালো চলে।'

চলছে না যেহেতু তাহলে কেন প্রতি সপ্তাহেই কলকাতার সিনেমা মুক্তি দেওয়া হচ্ছে দেশে এমন প্রশ্নে ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, 'হল চালু রাখতে হলে আমাদের নতুন সিনেমা মুক্তি দিতে হবে। দেশের কোনো সিনেমা নেই এখন যদি সিনেমা মুক্তি না দেই তাহলে তো হল বন্ধ রাখতে হবে। একটি সিনেমার হলের সঙ্গে অনেক মানুষের জীবন জড়িত থাকে।  সেকারণে হল চালু রাখতে সিনেমা না চললেও ওপারের সিনেমা এপারে মুক্তি পাচ্ছে।'

এ সম্পর্কিত আরও খবর