এই গেটে কতো গল্প!

, বিনোদন

এন্টারটেইনমেন্ট ডেস্ক | 2024-01-12 21:15:14

প্রতিদিন ভিড় আর নানান মুগ্ধতার গল্প শুনে ও দেখেই বিএফডিসি গেটের বয়স বেড়েছে।

পাশ ঘেঁষেই হালের উন্নয়ন যানবাহী উড়ালসেতু। পেছনে শুয়ে থাকা রেললাইন, প্যান প্যাসিফিক সোনারগাঁও, ফাঁকে ফাঁকে বাস-রিক্সা স্টপেজ।

এফডিসি গেটের সামনে তেমন কিছুই নেই। একপাশে অস্থায়ী টং দোকান, পুরনো ক্রেন, অচল গাড়ি, কয়েকটা ছায়াদায়ী গাছ- এসব ছাড়া। তবুও এখানে রোজ জমতো ভিড়। অসংখ্য জোড়া চোখ উঁকি দিতো দামি গাড়ির জানলায়। এই বুঝি পর্দার কেউ বাস্তবে দেখা দিলো মুহূর্তকয়েক!

রুপালি পর্দার তারকাদের চাক্ষুষ দেখাটা বেশ রোমাঞ্চকর। অনেকের আগ্রহের কেন্দ্রও বটে। মফস্বল থেকে যারা শহরে নতুন, ঘুরতে কিংবা ক’দিনের জন্য কাজে; এফডিসি গেট হয়ে উঠতো তাদের গল্পের উৎস। এলাকায় ফিরে বন্ধুআড্ডা জমিয়ে ফেলার মাধ্যম। ভাগ্যবদলের লোভও। ভিড়ের একজন হয়ে যদি পর্দা উপস্থিতি ঘটে যায় হঠাৎ! সার বেঁধে তাই ভিড় দাঁড়িয়ে থাকতো গেটের দু’পাশে।

 

এসব এখনও নেহায়েত গালগল্প হয়ে যায়নি। যদিও দেশীয় সিনেমার রমরমা দর্শকপ্রিয়তা এখন অতোটা নেই, দেশীয় সিনেমা দর্শক টানতে এখন অনেকটাই ব্যর্থ হচ্ছে- তবুও এফডিসি গেট জনশূন্য হয়ে পড়েনি একেবারে। এখনও কেউ কেউ কড়া রোদেও দাঁড়িয়ে থাকে, তাকিয়ে থাকে। টিভিতে, পত্রিকার ছবিতে, অ্যামেচার সেলফিতে এ গেটের এখনও আছে সরব উপস্থিতি।

নগর উন্নয়নের ঝলকানি এখন এফডিসি গেটের কোল ঘেঁষে। উন্নয়নের অন্যতম অনুষঙ্গ যেহেতু বদল, তাই বদল ঘটছে এফডিসির সীমানায়। অনেক বছর ধরে দাঁড়িয়ে থাকা এবং নানান সময়ে রূপ বদলে নেয়া গেটটির প্রস্থানের সময় এবার ঘনিয়ে।

চারপাশজুড়ে চলতে থাকা এতো উন্নয়নের উদাহরণ কি বাংলা ছবির অন্দরে কোনো বদল আনবে? সে-ও কি সময়োপযোগী আধুনিক হতে শিখবে উন্নয়নের প্রয়োজনে? প্রত্যাশা থাকলো।

এ সম্পর্কিত আরও খবর