ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আলমগীর

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 15:41:00

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা আলমগীর।

জানা গেছে, শনিবার জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ডেঙ্গু ধরা পড়ে। এরপর চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন তিনি।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করে আলমগীর বলেন, ‘আপাতত কিছুটা ভালো আছি। চিকিৎসক আরও দুই/তিনদিন হাসপাতালে থাকতে বলেছেন। সবার কাছে দোয়া চাই আমার জন্য।’
আলমগীরের চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৭৩ সালে ‘আমার জন্মভূমি’ সিনেমার মাধ্যমে। এরপর ‘জিঞ্জীর’ (১৯৭৮) সিনেমায় রাজ্জাক ও সোহেল রানার সাথে অভিনয় করে পরিচিতি লাভ করেন তিনি।

অভিনয়ে সফলতা অর্জন করার পর ১৯৮৫ সালে ‘নিষ্পাপ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন এই অভিনেতা।

এ সম্পর্কিত আরও খবর