প্রতি বছর আগস্ট মাসের প্রথম রোববার উদযাপন করা হয় বন্ধু দিবস। তাই বিশেষ এই দিনটিকে ঘিরে বেশ কয়েকটি নাটকও নির্মাণ করে থাকেন নির্মাতারা।
এরই ধারাবাহিকতায় বিশেষ এই দিনটিকে সামনে রেখে নির্মিত হয়েছে নাটক ‘বয়েজ হোস্টেল’। সমকালীন তারুণ্যের বন্ধুত্ব, ভালোলাগা, দুরন্তপনার দিনযাপনের গল্পে নির্মিত নাটকটি লিখেছেন মোহন আহমেদ।
নাটকটি প্রসঙ্গে মুশফিক ফারহান বলেন, ‘মজার গল্প। বন্ধু দিবসের কনটেন্ট হিসেবে এর চেয়ে ভালো কিছু হতে পারে না। এই কাজটি করতে গিয়ে আমরা প্রচুর মজা করেছি। তাই আশা করছি দর্শকরাও প্রচুর মজা পাবে।’
সানি খানের চিত্রগ্রহণে নাটকটি সম্পাদনা করেছেন রমজান আলী। শাহরুখ হোসেনের ব্যাকগ্রাউন্ড মিউজিকে নাটকটি রিং আইডি অরিজিনাল কনটেন্ট হিসেবে বন্ধু দিবসে ইউটিউবে মুক্তি দেওয়া হবে।