বাংলাদেশে মা, নবজাতক ও শিশু স্বাস্থ্য রক্ষা এবং সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে জি-সিরিজের ব্যানারে প্রকাশ পেয়েছে নতুন ওয়েব সিরিজ ‘জাল ভেজাল’।
ইউএসএআইডির উজ্জীবন প্রকল্পের অধীনে নির্মিত এই সিরিজটি পরিচালনা করেছেন সাজু আহসান এবং লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। অভিনয় করেছেন ফারুক আহমেদ, সিদ্দিকুর রহমান, ফারজানা ছাব, রিমি করিম প্রমুখ।
সাত পর্বের এই ওয়েব সিরিজটি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে দেখা যাবে। প্রতি শুক্রবার চ্যানেলটিতে সিরিজটির নতুন পর্ব মুক্তি পাবে।
শুক্রবার (২ আগস্ট) রাজধানীর একটি ক্যাফেতে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সিরিজটির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- ইউএসএআইডির উজ্জীবন প্রকল্পের প্রধান ডা. ফয়সাল আহমেদ, জি-সিরিজের নাজমুল হক ভূঁইয়া, পরিচালক সাজু আহসান, লেখক মেজবাহ উদ্দিন সুমনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউএসএআইডির উজ্জীবন প্রকল্পের অংশীদার ও বিনোদন সহযোগীবৃন্দ, সিরিজের বিভিন্ন কলা-কুশলীরা।