আইয়ুব বাচ্চুর যা কিছু প্রথম..

, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-12-13 20:32:58

আমাদের আইয়ুব বাচ্চু, ছোট করে AB ডাকে অনেকেই। ডাকনাম রবিন।

প্রথম ব্যান্ড আগলি বয়েজ, নাম পাল্টে গোল্ডেন বয়েজ, গড়েছেন স্কুলবয়সে। তখন চট্রগ্রাম থাকতেন তিনি। হারানো বিকেলের গল্প, শহীদ মাহমুদ জংগীর লেখা এ গানটিকেই এবি’র সুর-কন্ঠ দেয়া প্রথম গান হিসেবে লোকে চেনে।

কিছুদিন ফিলিংস ব্যান্ডে থেকে ১৯৮০ সালে সোলস-এর সঙ্গে জার্নি শুরু করেন আইয়ুব বাচ্চু। দশ বছর চলে সেই জার্নি। মাঝপথে, ১৯৮৬ সালে প্রথম একক অ্যালবাম প্রকাশ করেন তিনি। রক্তগোলাপ অ্যালবামটি বারোটি গান দিয়ে সাজানো।

 

সোলস ছেড়ে নতুন ব্যান্ড গঠন করেন আইয়ুব বাচ্চু। ওয়াইআরবি, ইয়েলো রিভার ব্যান্ড। নাম পাল্টেছে এটারও। হয়েছে এলআরবি। ১৯৯২ সালে ‘এলআরবি ওয়ান অ্যান্ড টু’ অ্যালবাম প্রকাশ করে ব্যান্ডটি। এটি বাংলাদেশের প্রথম দ্বৈত অ্যালবাম।

১৯৯৭ সালে ‘লুটতরাজ’ চলচ্চিত্রে প্রথমবারের মতো প্লেব্যাক করেন এবি। ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’ গানটি এখনও সেই ফেলে আসা নাইনটিজ মনে করিয়ে দেয়..

এ সম্পর্কিত আরও খবর