জাপানি শর্ট ফিল্মে বাংলাদেশের ব্যান্ডের আবহসংগীত

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 16:09:33

‘দ্যা লনারস’ শিরোনামের একটি আন্তর্জাতিক শর্ট ফিল্মের আবহসংগীতের কাজ করেছে বাংলাদেশের ব্যান্ড ‘সোল এন্ড সয়েল’। ব্যান্ডটির গীতিকার ও সুরকার আব্দার রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ‘দ্যা লনারস’ এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছে গাব্রিয়েলা লিয়ে। তিনি একজন জাপান প্রবাসী ব্রাজিলের নাগরিক। ফিল্মের গল্প সু রেয়ালিস্তিক ধারার, একজন হতাশাগ্রস্থ যুবক ও এক মৃত্যুদূতের। শর্ট ফিল্মটির শুটিং হয়েছে জাপানে। এর মূল চরিত্রে কাজ করেছেন সুপিকা ইয়াফুনে ও তাতসুহিরু ইয়ামাওকা।

আন্তর্জাতিক শর্ট ফিল্মের আবহসংগীত করা প্রসঙ্গে আব্দার রহমান বলেন, ‘প্রথম বাংলাদেশের কোন ব্যান্ড হয়ে একটি আন্তর্জাতিক শর্ট ফিল্মের অরিজিনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক তথা আবহসংগীতের কাজ করেছে। আমি ও ব্যান্ডের মিউজিক কম্পোজার পারভেজ জুয়েল মিলে অরিজিনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজটি দীর্ঘ তিন মাস ধরে করেছি। ইতিমধ্যেই পরিচালক আন্তর্জাতিক বিভিন্ন ফেস্টিভ্যালে ফিল্মটি জমা দিয়েছে। কিছুদিন দিনের মধ্যেই শর্ট ফিল্ম 'দ্যা লনারস' দেখা যাবে ভিমিও ও ইউটিউবে।’

এ সম্পর্কিত আরও খবর